বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

নলহাটি ও লাভপুরে নদী পার হতে
গিয়ে তলিয়ে গেলেন দুই যুবক

 

সংবাদদাতা, রামপুরহাট ও বোলপুর: নলহাটি ও লাভপুরে হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক। শনিবার রাতে প্রথম ঘটনায় ব্রাহ্মণী নদী পার হতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যান বছর ২৭-এর যুবক অজিত লেট।  ঘটনাটি ঘটেছে নলহাটির সোনারকুণ্ডু গ্রামে। পুলিস জানিয়েছে, পেশায় রাজমিস্ত্রি অজিতের বাড়ি সোনারকুণ্ডু গ্রামেই। তার খোঁজে অনেক রাত পর্যন্ত পুলিস ও ব্লক প্রশাসন তল্লাশি চালায়। এরই মধ্যে লাভপুর থানার চৌহাট্টা মহোদুরি-১ নম্বর পঞ্চায়েতের সুবলপুর গ্রামে বক্রেশ্বর নদীর জলে ডোবা কজওয়ে পেরতে গিয়ে তলিয়ে যাওয়া যুবকের হদিশ পেল না বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা। তাঁর সন্ধানে নৌকাও নামানো হয়েছে। পুলিস জানিয়েছে, নিখোঁজ বছর ২৫-এর ওই যুবকের নাম কেরাপ মাড্ডি। বাড়ি লাভপুরের শ্রীকৃষ্ণপুরে।   
শনিবার রামপুরহাটে কাজ সেরে বাড়ি ফিরছিলেন অজিতবাবু। নিজের গ্রামের কছেই ব্রাহ্মণী নদী হেঁটে পার হওয়ার চেষ্টা করেন। ঘাটে থাকা সিভিক ভলান্টিয়ারদের নিষেধ সত্ত্বেও তিনি জলে নেমে কিছুটা যাওয়ার পরই প্রবল স্রোতে টাল সামলাতে না পেরে ভেসে যান। খবর পেয়ে পুলিস ও ব্লক প্রশাসন ঘটনাস্থলে যায়। কিন্তু রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।   এর আগে শুক্রবার বেলা ৩টে নাগাদ বক্রেশ্বর নদীর সুবলপুর ঘাটে জলে ডোবা কজওয়ে পার হচ্ছিলেন কেরাপ। জলের স্রোতে আচমকাই তিনি ভেসে যান। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। খবর যায় লাভপুর থানায়। শুক্রবার স্থানীয় পর্যায়ে তল্লাশি জারি ছিল। শনিবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা দপ্তর নৌকা ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও কেরাপের খোঁজ পায়নি। তবে তল্লাশি জারি আছে বলে লাভপুর থানা জানিয়েছে। 

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ