বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

সোমবার থেকে বর্ধমান
আদালতে কাজ শুরু

সংবাদদাতা, বর্ধমান: সোমবার থেকে পুরোদমে কাজে যোগ দেবেন বর্ধমান আদালতে আইনজীবীরা। ফৌজদারি এবং দেওয়ানি আদালতে কাজ চলবে। তবে, কেবলমাত্র কাস্টডি ট্রায়াল ছাড়া অন্য মামলার সাক্ষ্যদানে অংশ নেবেন না আইনজীবীরা। শনিবার বার অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপ্রার্থীদের কথা মাথায় রেখেই করোনা পরিস্থিতিতেও আইনজীবীরা কাজে যোগ দিচ্ছেন বলে বার অ্যাসোসিয়েশনের দাবি। দীর্ঘদিন আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। আইনজীবীদের কাজ শুরুর ঘোষণায় এবার স্বস্তিতে তাঁরা।করোনা পরিস্থিতিতে মাস দু’য়েক ধরে আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। করোনায় আক্রান্ত হয়ে কয়েকজন আইনজীবী ও ল’ ক্লার্কের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বার অ্যাসোসিয়েশন। কেবলমাত্র সিজেএম আদালতে ধৃতদের হয়ে জামিনের আবেদন ছাড়া অন্য কোনও শুনানিতে অংশ নিচ্ছেন না তাঁরা। আইনজীবীরা কাজে অংশ না নেওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতেও বিচার এবং এফিডেভিটের কাজ বন্ধ থাকে। এতে বহু মানুষ সমস্যায় পড়েন। দেওয়ানি আদালতে কাজকর্ম বন্ধ থাকায় বহু বিষয়ে স্থগিতাদেশের মামলা করতে পারেননি বিচারপ্রার্থীরা। বর্ধমান আদালতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা না থাকায় সমস্যা আরও বাড়ে। শেষমেশ আইনজীবীদের কাজে যোগ দেওয়ার ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচলেন বিচারপ্রার্থীরা। বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, সোমবার থেকে পুরোমাত্রায় কাজে যোগ দেবেন আইনজীবীরা। যেসব মামলায় ধৃতরা জেলে রয়েছে সেইসব ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের সময় আইনজীবীরা উপস্থিত থাকবেন। অর্থাৎ কেবলমাত্র কাস্টডি ট্রায়ালের শুনানি হবে। দেওয়ানি মামলার ক্ষেত্রেও সাক্ষ্যগ্রহণ ছাড়া অন্য সবকিছু হবে। বিচারপ্রার্থীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ জুলাই ফের আলোচনায় বসে পরিস্থিতি বিবেচনা করা হবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ