বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

পূর্ব বর্ধমানে
আত্মঘাতী চার

সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার শিলেপাড়ায় এক রেলকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘরের বাঁশের কাঠামোয় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি দড়ি কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম অনিলকুমার মুদি (৫৬)। তিনি বর্ধমানে রেলের পাওয়ার হাউসে কর্মরত ছিলেন। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। অন্য একটি ঘটনায় ভাতার থানার বনপাশ কামারপাড়ায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘরের তালের কাঁড়িতে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম অচিন্ত্য চক্রবর্তী (৭৪) । পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুখে ভুগছিলেন। রোগ–যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পুলিসের অনুমান। অন্যদিকে, গলসি থানার অমরপুরে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম ঝুমা দাস (২৮) । তিনি পেশায় খেতমজুর ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শুক্রবার রাতে তিনি মারা যান। পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি। অপর একটি ঘটনায় জামালপুর থানার দাদপুরে কীটনাশক খেয়ে এক বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম বুদ্ধদেব রায় (৬৮)। বৃহস্পতিবার রাতে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান। নেশার ঘোরে তিনি কীটনাশক খেয়ে নেন বলে পরিবারের দাবি।

11th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ