বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ
 

রানিনগরে ৩০০ বোতল
কাশির সিরাপ উদ্ধার

 

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আলুর গাড়িতে লুকিয়ে নিষিদ্ধ সিরাপ পাচার হচ্ছিল। নাকা চেকিংয়ের সময় শনিবার রানিনগরের নবীপুরে পুলিস গাড়িটি দূর থেকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করে। তখনই চালক মাঝপথে গাড়ি থামিয়ে চম্পট দেয়। তাতে তাদের আরও বেশি সন্দেহ বেড়ে যায়। পুলিস টাটা ৪০৭গাড়িতে থাকা আলুর বস্তাগুলি সরিয়ে তল্লাশি চালায়। রানিনগর থানার পুলিস জানিয়েছে, সেখান থেকে ৩০০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার হয়েছে। গাড়িটি সাগরপাড়া থেকে শেখপাড়ার দিকে যাচ্ছিল। জেলা প্রশাসনের দাবি, ভোটের মরশুমে জেলাজুড়ে নাকা চেকিং চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৭২টি পিস্তল ও ২৪৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বিভিন্ন জায়গা থেকে এক লক্ষ ৩৫ হাজার ১০০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া এর আগেও নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে পুলিস।
 

11th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ