বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

কোচবিহারে দুর্গাপুজোর আবেদন জমা আগামী সপ্তাহে

সংবাদদাতা, দিনহাটা: আগামী মঙ্গলবার থেকে কোচবিহার শহরের দুর্গাপুজো কমিটিগুলি পুজোর জন্য আবেদন জমা দিতে পারবে। শুক্রবার শহরের ল্যান্স ডাউন হলে পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠকের পর এমন সিদ্ধান্ত জানান কোচবিহার সদরের মহকুমা শাসক শেখ রাকিবুর রহমান। বৈঠকে প্রতিমা নিরঞ্জন ও শারদসম্মান বিষয়ক নির্দেশিকা পুজো কমিটিগুলিকে দেওয়া হয়। এছাড়াও বাজিবাজার এবারে রাসমেলা মাঠে হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সদরের এসডিও সহ প্রশাসনের আধিকারিক ও পুজো কমিটিরা কর্মকর্তারা। কোচবিহার শহরে ৭৫টি পুজো কমিটির সদস্য এদিনের বৈঠক ছিলেন। 
এসডিও অফিসে একজানালা পদ্ধতির মাধ্যমে পুজো কমিটিগুলি মঙ্গলবার থেকে আবেদন করতে পারবে। এজন্য দমকল, বিদ্যুৎ, পরিবেশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা থাকবেন। পুজো মণ্ডপে সিসি ক্যামেরা লাগানো সহ পুজো কমিটিগুলিকে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কেও দমকলের বেঁধে দেওয়া নিয়ম মানতে হবে পুজো কমিটিগুলিকে। 
এবার প্রতিমা নিরঞ্জন ঘাটেই কেন্দ্রীয়ভাবে বিসর্জন হবে। পরিবেশ দূষণ ঘটাতে পারে এমন জিনিস মণ্ডপসজ্জায় ব্যবহার করা যাবে না। রাসমেলা মাঠে শহরের বাজি বাজারটি করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এ নিয়ে পরবর্তীতে আরও বৈঠক করা হবে। বিশ্ববাংলা শারদ সম্মানের জন্য এগিয়ে বাংলা ওয়েবসাইটে আবেদন করতে ক্লাবগুলিকে বলা হয়েছে। 
কোচবিহার পুরসভার চেয়ারম্যান বলেন, শহরের ৭৫টি দুর্গাপুজো কমিটি এদিন বৈঠকে উপস্থিত ছিল। প্রশাসনিক নির্দেশগুলি কমিটিগুলিকে জানানো হয়েছে। এসডিও বলেন, মঙ্গলবার থেকেই পুজোর জন্য আবেদন করতে পারবে ক্লাবগুলি।  

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ