বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জর্দা নদীতে বর্জ্য ফেলছেন পুরসভার সাফাই কর্মী, নিমেষে ছবি ভাইরাল

সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি শহরের লাইফ লাইন জর্দা নদী। কিন্তু, এই নদীতেই প্রতিনিয়ত ফেলা হচ্ছে বর্জ্য। জর্দায় আবর্জনা ফেলা আইনত দণ্ডনীয় অপরাধ। পুরসভার পক্ষ থেকে এমন সাইন বোর্ড সেতুতে ওঠার মুখে এবং সংলগ্ন এলাকায় মোট চারটি জায়গায় দেওয়া থাকলেও তা মানছেন না অনেকেই। অভিযোগ উঠেছে জর্দা সেতু সাফাই করার সময় সেতুতে থাকা বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এমন একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরছে। যা নিয়ে নিন্দায় সরব হয়েছেন অনেকেই। পুরসভার সাফাই কর্মীর এমন ভূমিকায় প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সেতু সংলগ্ন এক স্টেশনারি ব্যবসায়ী অজয় চক্রবর্তী বলেন, আমিও দেখেছি সেতু পরিষ্কার করার সময় পুরসভার এক সাফাই কর্মী নদীতেই সরাসরি ওসব ফেলে দিচ্ছেন। পুরসভা সচেতনতামূলক সাইন বোর্ড লাগিয়ে তারাই এসব করছে, এটা মেনে নেওয়া যায় না। 
এই সেতুর পাশেই আছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিস ঘর। ওই সংস্থার অন্যতম সদস্য তথা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমিতাভ চক্রবর্তী বলেন, ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে সেতুর বর্জ্য নদীতে ফেলছে সেই ছেলেটিকে চিহ্নিত করে সতর্ক করেছি। এমন ঘটনা আর হবে না বলে ও জানিয়েছে। পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, এমনটা হওয়ার কথা নয়। নদীকে বাঁচাতে আমরা সবরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমন না হয় তা দেখা হবে। 
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, যে বা যারা নদীতে বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতেই হবে। আমরা প্রত্যেক ব্যবসায়ীকে বলেছি, নদীতে যেন বর্জ্য ফেলা না হয়। পুরসভার সাফাই কর্মী যদি এমন কাজ করে থাকেন তাহলে নতুন করে কিছু বলার নেই।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ