বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

দীর্ঘ টানাপোড়েন শেষে বীরপাড়া-১ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল গেরুয়া শিবির

সংবাদদাতা, আলিপুরদুয়ার: শেষপর্যন্ত তৃণমূল কংগ্রেসকে হারিয়ে শুক্রবার মাদারিহাট ব্লকের টাই হওয়া বীরপাড়া-১ গ্রাম পঞ্চায়েতে বোর্ডের দখল নিল বিজেপি। আর সেই সঙ্গেই আলিপুরদুয়ার জেলার ৬৪টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পূর্ণ হল এদিন। বীরপাড়া-১ পঞ্চায়েতের ৩০টি আসনের মধ্যে তৃণমূল ও বিজেপি উভয় দলই ১৫টি করে আসন পায়। ১৪ আগস্ট বোর্ড গঠনের দিন ধার্য হয়েছিল। কিন্তু, আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় প্রশাসন ওই দিন বোর্ড গঠন স্থগিত রেখেছিল। 
পরবর্তীতে বীরপাড়া চা বাগানের একযুবকের খুনের ঘটনায় তৃণমূলের এক মহিলা পঞ্চায়েত সদস্যকে পুলিস গ্রেপ্তার করে। ধৃত ওই সদস্য এখন জেলে। খুনের  ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় তৃণমূল দলীয় ওই পঞ্চায়েত সদস্যকে সাসপেন্ড করেছে। এর ফলে টাই হওয়া পঞ্চায়েতে একজন সদস্য কমে গিয়ে তৃণমূলের ১৪ জন পঞ্চায়েত সদস্য হয়। বিজেপির অভিযোগ, শাসক দলের একজন পঞ্চায়েত সদস্য কমে যাওয়ায় প্রশাসন দীর্ঘদিন বোর্ড গঠন স্থগিত রাখে। এ নিয়ে তারা আন্দোলনেও নামে। শেষপর্যন্ত শুক্রবার বীরপাড়া-১ পঞ্চায়েতের বোর্ড গঠনের দিন প্রশাসন ধার্য করে। এদিন গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে বিজেপির প্রধান হন সুচিত্রা মল্লিক। সুচিত্রাদেবী ১৫টি ভোটই পান। উপপ্রধান নির্বাচনের সময় তৃণমূলের ১৪ জন পঞ্চায়েত সদস্য ওয়াকআউট করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান হয়ে যান বিজেপির আশকুমার তামাং। বোর্ড গঠনের পরেই গেরুয়া শিবিরের লোকজন আবির মেখে বীরপাড়া বাজারে উল্লাসে ফেটে পড়ে। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, তৃণমূল ফন্দি করলেও ব্যর্থ হল। বীরপাড়া-১ পঞ্চায়েতের বোর্ড দলের দখলে আসায় ভালো লাগছে। অন্যদিকে, তৃণমূলের মাদারিহাট ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পো বলেন, আমাদের দলই একমাত্র রাজনৈতিক দল যে দল খুনের ঘটনায় জড়িত পঞ্চায়েত সদস্যকে দল থেকে সাসপেন্ড করতে পারে। আমাদের ওই সদস্য থাকলে বোর্ড দখলের ফল অন্যরকম হতে পারত।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ