বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

শিলিগুড়ির মেগা জল প্রকল্পের বরাত পেল হায়দরাবাদের সংস্থা

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মেগা জল প্রকল্পের নির্মাণ কাজে হাত দিতে চলেছে পুরসভা। শুক্রবার তারা অনুমোদিত প্রকল্পের প্রথম পর্বের কাজের বরাত হায়দরাবাদের একটি সংস্থাকে দিয়েছে। এদিন পুরসভার বোর্ড মিটিংয়ে এ কথা জানান মেয়র গৌতম দেব। পুরকর্তৃপক্ষ এ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। পাশাপাশি মেয়র বলেন, মহালয়ার দিন পুরসভার নতুন ভবনে প্রবেশ করা হবে। ভবনের তিনতলায় মেয়র পরিষদ সদস্যদের ঘর চালু করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করা হবে। 
শিলিগুড়িতে মেগা জল প্রকল্পে বাস্তবায়ন করা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্যোগী পুরসভা। তারা সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে তিনবার টেন্ডার ডাকে। যারমধ্যে দু’টি টেন্ডার বাতিল হয়। অবশেষে তৃতীয় টেন্ডার সফল হয়েছে। পুরসভা সূত্রে খবর, প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে মেগা জল প্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি দু’টি ধাপে নির্মাণ করা হবে। যারমধ্যে প্রথম পর্যায়ে ইনট্যাক ওয়েল, জেটি, পাম্প হাউস, পাইপ লাইন প্রভৃতি তৈরি করতে খরচ হবে প্রায় ২০৪ কোটি টাকা। মেয়র বলেন, জল প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছে। শীঘ্রই প্রকল্পের কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রকল্পের শিলান্যাস করা হবে। শীঘ্রই এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। 
পুজোর মুখে এই খবরে উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস কাউন্সিলাররা। তাঁদের মধ্যে কয়েকজন বলেন, মেগা জল প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে। এবার এই প্রকল্প বাস্তবায়িত হবে। পুরসভার জল বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, টেন্ডারের নিয়ম অনুসারে ১৮ মাসের মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ করতে হবে ঠিকাদার সংস্থাকে। নির্মাণ কাজের পর তিনমাস ট্রায়াল রান চলবে। এরপর প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে আরএকটি ট্রিটমেন্ট প্লান্ট, নতুন করে পরিস্রুত জল সরবরাহের পাইপ লাইন পাতা হবে। সব মিলিয়ে মেগা প্রকল্প বাস্তবায়িত করতে খরচ হবে প্রায় ৬০০ কোটি টাকা। পুরসভার ইতিহাসে এই প্রথম এত কোটি টাকার প্রকল্প হচ্ছে। এরআগে পর্যন্ত পুরসভায় ২ থেকে ৪ কোটি টাকার প্রকল্পের কাজ হতো।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ