বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ সমাবেশ তৃণমূলের

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা  পঞ্চায়েতের মস্তান রোডে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ, একশো দিনের কাজের বকেয়া ও আবাস যোজনার বকেয়া আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর ১ (বি)  ব্লক যুব কংগ্রেসের ডাকে এই সমাবেশে দলের ছাত্র-যুব, মহিলা, কিষাণ, শ্রমিক সহ অন্যান্য শাখা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্লকের রশিদাবাদ, বরুই, কুশিদা ও তুলসীহাটা চারটি পঞ্চায়েতের কর্মীরা যোগ দেন সমাবেশে। হরিশ্চন্দ্রপুর ১ (বি)  ব্লক যুব কংগ্রেস সভাপতি শেখর সাহা বলেন, এদিন ব্লক ও চারটি অঞ্চলের সমস্ত স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। তবে গরহাজির ছিলেন ব্লক সভাপতি মানিক দাস। এনিয়ে তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, এদিন তুলসীহাটায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ ও একশো দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে।  

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ