বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

মহিলা স্বশক্তিকরণের নামে দিল্লিতে তামাশা চলছে, তোপ পঞ্চায়েতমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। এবার তিনি মহিলা বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন। শুক্রবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে পঞ্চায়েতমন্ত্রী বলেন, মহিলা স্বশক্তিকরণের নামে দিল্লিতে তামাশা চলছে। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৎপরতায় নতুন দিশা খুঁজে পেয়েছেন বাংলার মহিলারা। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে প্রচুর মহিলা ঘুরে দাঁড়িয়েছেন।
দু’দিন আগে প্রশাসনিক কাজে দার্জিলিংয়ে আসেন পঞ্চায়েতমন্ত্রী। সেখানে পঞ্চায়েত সদস্যদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করার পর তিনি কেন্দ্রীয় সরকার এবং বিজেপির স্থানীয় সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে সুর চড়ান। তাঁর তোপ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। এদিন শিলিগুড়িতে রাজ্য গ্রামীণ জীবন জীবিকা মিশনের একটি অনুষ্ঠানে ফের তিনি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। অনুষ্ঠানে পঞ্চায়েতমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার একটি আইন তৈরি করেছে। এখন জনগণনা হবে। এরপর হবে ডিলিমিটেশন। তারপর সেই আইন লাগু হবে। কাজেই মহিলা স্বশক্তিকরণের নামে দিল্লিতে তামাশা চলছে। কবে সেই আইন লাগু হবে, তা তারা স্পষ্ট করে বলতে পারছে না।
পাশাপাশি, রাজ্যে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর অগ্রগতির তুলে ধরেন পঞ্চায়েতমন্ত্রী। তিনি বলেন, ২০১১ সালের আগে পর্যন্ত এখানকার চাষিরা দিশাহীন অবস্থায় ছিলেন। মহিলাদের অবস্থাও ছিল একই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্যোগে কৃষি উন্নয়ন তহবিল গঠন হয়েছে। এর সাহায্যে কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছেন। কৃষি নির্ভর বিভিন্ন ধরনের ইউনিট খুলতে পারছেন। স্বনির্ভর গোষ্ঠী গঠন করে মহিলারাও ঘুরে দাঁড়িয়েছেন। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে তাঁরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। স্বনির্ভর গোষ্ঠী গঠনের ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বর বাংলা। এখানে গোষ্ঠীর সংখ্যা প্রায় ১১ লক্ষ।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ