বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

পাঞ্জিপাড়ায় তৃণমূল প্রধান খুনে মাস্টার মাইন্ড লুকিয়ে নেপালে? সন্দেহ পুলিসের

সংবাদদাতা, ইসলামপুর: পাঞ্জিপাড়ায় তৃণমূলের প্রধান মহম্মদ রাহি (৫২) খুনের মূলচক্রী মুস্তাফা নেপালে লুকিয়ে!  এমনটাই খবর এসেছে পুলিসের কাছে। ঘটনার ১০ দিন পরও প্রধান খুনের মাস্টার মাইন্ডের নাগাল পায়নি পুলিস। তার খোঁজে পুলিস বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। এদিকে প্রধান খুনের মূলচক্রীকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধায় পাঞ্জিপাড়ায় মোমবাতি মিছিল করেন স্থানীয়রা। খুনের মাস্টার মাইন্ড গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পঞ্চায়েত সদস্যরাও পঞ্চায়েতের কাজকর্ম শুরু করবেন না বলে জানিয়ে দিয়েছেন।  
পুলিসের তরফে অবশ্য জানানো হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) কাজ চালিয়ে যাচ্ছে। একটি সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের সময়ই প্রধানকে খুনের ছক কষা হয়। মুস্তাফার খোঁজে পুলিস কি নেপালে যাচ্ছে? এই প্রশ্নের উত্তরে ইসলামপুর পুলিস সুপার জসপ্রীত সিং বলেন, এবিষয়ে নির্দিষ্টভাবে হ্যাঁ অথবা না বলতে পারব না। তবে আমরা খোঁজখবর চালাচ্ছি। 
বাসিন্দারা বলছেন, পাঞ্জিপাড়ার বিহার সংলগ্ন বালুচুক্কা এলাকার বাসিন্দা মূল অভিযুক্ত মুস্তাফা। একাধিক অপরাধমূলক কাজকর্ম ও খুনের মামলায় অভিযুক্ত সে। বিহারের জেলে বন্দিও ছিল। কয়েকমাস আগেই বাড়ি ফিরেছে। বিহারের কিষানগঞ্জ থেকে নেপাল পর্যন্ত তার নেটওয়ার্ক বিস্তৃত। সেই নেটওয়ার্ক কাজে লাগিয়ে তার নেপালে পালিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছে পুলিসের একাংশ। মুস্তাফা তাইল্যান্ডে পালিয়েছে বলে একটি মহল থেকে খবর ছড়ালেও পুলিসের ধারণা, তা সম্ভব হবে না। কারণ, একাধিক মামলায় অভিযুক্তের পাসপোর্ট কিংবা ভিসা পেতে সমস্যা হবে। সেক্ষেত্রে মুস্তাফার বিহার ও নেপালেই লুকিয়ে থাকার বেশি সম্ভবনা বলে মনে করছে পুলিস। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ