বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

অক্টোবরের প্রথমেই আদিনা ইকো পার্কে চালু হচ্ছে বোটিং

সংবাদদাতা, গাজোল: অক্টোবরের প্রথম সপ্তাহেই মালদহ জেলার গাজোল ব্লকের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকো পার্কে বোটিং, সাইক্লিং, ব্যাটারিচালিত চার চাকা গাড়ি চালু হতে চলেছে। এনিয়ে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গিয়েছে। মাঝেমধ্যে ট্রায়ালও হচ্ছে। পর্যটক টানতে এবার ব্লক প্রশাসনের তরফে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জোর প্রচারও চালানো হচ্ছে। আগামী দিনে খুব দ্রুত উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে।
সংশ্লিষ্ট ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আদিনা ইকো পার্কে ২টি সাইকেল, ১৫ বছর বয়সীদের জন্য ১টি বাইক, শিশুদের জন্য ব্যাটারিচালিত ২টি চার চাকা গাড়ি এবং ৪টি বোট নিয়ে আসা হয়েছে। 
গাজোলের জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল বলেন, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পর্যটকদের জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হয়ে যাবে। টিকিটের মূল্যও সময়মতো জানিয়ে দেওয়া হবে। 
গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল কংগ্রেসের মোজাম্মেল হোসেন বলেন, উদ্বোধনের দিনক্ষণ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।  ফাইল চিত্র।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ