বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়া উপভোক্তাদের
আজকের মধ্যেই ঘরের কাজে হাত দিতে নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি গৃহ প্রকল্পের টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি প্রায় দু’হাজার উপভোক্তা। আজ, শনিবারের মধ্যেই তাঁদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করতে হবে। স্পষ্ট জানিয়ে দিয়েছে রায়গঞ্জ পুরসভা। 
রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস শুক্রববার বলেন, আমরা গৃহ নির্মাণ প্রকল্পের উপভোক্তাদের সচেতন ও সতর্ক করার জন্য বিধান মঞ্চে একটি শিবির করেছি। যারা ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন অথচ বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাঁদের বলেছি ১০ জুনের মধ্যে কাজ শুরু করতে। অন্যথায় সরকার পরবর্তীতে তার ব্যবস্থা নেবে। 
পুরসভা সূত্রে খবর, বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরি হবে ৩ লক্ষ ৬৮ হাজার টাকায়। প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। এর মধ্যে কেন্দ্রের সরকার দেয় ১ লক্ষ ৫০ হাজার টাকা। রাজ্য সরকার প্রদান করে ১ লক্ষ ৯৩ হাজার টাকা। বাকি ২৫ হাজার টাকা উপভোক্তাকে দিতে হয়। এ ক্ষেত্রে উপভোক্তা তাঁর ২৫ হাজার টাকা তাঁর নির্দিষ্ট ব্যঙ্ক অ্যাকাউন্টে প্রথমে জমা করেন। রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডে এমন ১৯৩২ জন উপভোক্তা আছেন। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বাড়ি নির্মাণের টাকা ঢুকে গিয়েছে। অথচ তাঁরা এখনও তাঁদের বাড়ি তৈরির কাজ শুরু করেননি। এই উপভোক্তারা ২০১৫-’১৬ অর্থবর্ষ থেকে ২০১৯-’২০ অর্থ বছরের উপভোক্তা। 
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এত বছর কেন পুরসভা কোনও উদ্যোগ গ্রহণ করল না। পুরসভার যুক্তি, কোভিড মহামারীর কারণে দু’বছর কোনও উপভোক্তাকেই বাড়ি তৈরির জন্য চাপ দেওয়া হয়নি। এদিকে, টাকা পেয়েও বাড়ির কাজে হাত না দেওয়া উপভোক্তাদের কয়েকজন জানিয়েছেন, আর্থিক সঙ্কটের কারণেই এমনটা হয়েছে। তাঁদের কেউ কেউ দাবি করেন, সরকারি টাকা পেলেও নিজেদের পকেট থেকে ২৫ হাজার টাকা দেওয়ার মতো সামর্থ তাঁদের নেই। 
এদিকে, পুরসভা সূত্রে জানা গিয়েছে, তারা টিম তৈরি করেছে। ওই টিম উপভোক্তাদের বাড়িতে গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হয়েছে কি না দেখবে। তারা সেখানে গিয়ে জিও ট্যাগিং করে আসবে। এছাড়াও ২০২০-’২১ ও ২০২২-’২২ আর্থিক বছরে বাংলার বাড়ি প্রকল্পে আরও ২৬২৩ জন উপভোক্তা প্রকল্পের আওতাভুক্ত হয়েছে বলে পুরসভা জানিয়েছে। যদিও তারা কেউই এখনও পর্যন্ত প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাননি।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ