বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

স্ত্রীকে খুনের চেষ্টায় ফেরার অভিযুক্ত
স্বামীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

সংবাদদাতা, ইসলামপুর: চোপড়ার দাসপাড়ায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টায় অভিযুক্ত স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে প্রায় আটকিমি দূরে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার একটি মাঠের গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 
স্থানীয়রা সকালে দেখতে পান গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহটি গাছে ঝুলে আছে। থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃতের নাম সপিপ মহম্মদ (৫০)। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁওয়ের বাসিন্দা ছিলেন তিনি। প্রথমিক তদন্তে পুলিসের অনুমান, মানসিক অবসাদের কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। দাসপাড়া ফাঁড়ির পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে। 
প্রসঙ্গত, বৃহস্পতিবার সাতসকালে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করেছিল সপিপ। স্ত্রীর মাথা, গলা ও শরীরের একাধিক স্থানে কোপ দিয়েছিল সে। ওই ঘরে দম্পতির মেয়েও ছিল। মেয়ে বাধা দিতে গেলে তাকেও সপিপ জখম করে। পরে তার মেয়ে কোনওক্রমে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে প্রতিবেশীদের ডাকতে থাকে। তা দেখেই সপিপ চম্পট দেয়। গুরুত্বর জখম অবস্থায় শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক চলছে মহিলার। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 
এদিকে, ঘটনার পর থেকে পলাতক ছিল সপিপ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, মৃত ব্যক্তি আগাগোড়াই তেমন কোনও কাজকর্ম করত না। সামান্য কিছু উপার্জন করলেও সেই টাকা মদ খেয়েই শেষ করে দিত। এই পরিস্থিতিতে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার ঝামেলা হতো। একসময়ে স্ত্রীকে নিয়ে শিলিগুড়িতে থাকতে শুরু করেছিল। সেখানেও ওই পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকত। রোজ রোজ একই সমস্যা হওয়ায় ওর স্ত্রী গ্রামের বাড়িতে এসে থাকতে শুরু করে। বৃহস্পতিবার সকালে সপিপ স্ত্রীকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বাসিন্দদের অনুমান, স্ত্রীকে খুনের চেষ্টার পর অনুতপ্ত ছিল সে। এর জেরেই আত্মঘাতী হয়েছে।

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ