বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

নির্ঘণ্ট ঘোষণা হতেই বিজেপির
গোঁজ প্রার্থীদের তৎপরতা তুঙ্গে

সংবাদদাতা, পুরাতন মালদহ: পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হতেই পুরাতন মালদহ ব্লকে একাধিক আসনে বিজেপির গোঁজ প্রার্থী দেওয়া প্রক্রিয়া শুরু করল বিক্ষুব্ধরা। সাহাপুর, মুচিয়া, মঙ্গলবাড়ি, ভাবুক, মহিষবাথানি সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের আসন গুলিতে  বিজেপির কাটা হয়ে দাঁড়াবে গোঁজ প্রার্থীরা। শুক্রবার মনোনয়নের প্রথম দিনেই  বিক্ষুব্ধ বিজেপির নেতাকর্মীরা  টাকা জমা দেওয়ার ডুপ্লিকেট কার্বণ রিসিট বা রশিদ কাটেন। তাতেই বিজেপির গোঁজ প্রার্থী দেওয়ার ইঙ্গিত স্পস্ট হয়ে গিয়েছে। তবে শুধু বিজেপির বিরুদ্ধে গোঁজ প্রার্থী নয়, তৃণমূলের শিবিরেও  এনিয়ে আশঙ্কার মেঘ  তৈরি হয়েছে। প্রার্থী বাছাই নিয়ে দলীয় কলহ ভোট ঘোষণা হতেই  মাথাচাড়া দিয়েছে। তৃণমূল সূত্রে খবর,  প্রার্থী বাছাই নিয়ে মতানৈক্য হলেই  ওইসব পঞ্চায়েত গুলিতে গোঁজ প্রার্থী দেওয়া শুধু সময়ের অপেক্ষা। যদিও বিজেপি ও তৃণমূল শিবিরের নেতৃত্ব গোঁজ  প্রার্থী নিয়ে চিন্তিত নয়।
এ বিষয়ে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য  শ্যামচাঁদ ঘোষ বলেন, ভোটে দাঁড়ানোর প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে। তাতে যে কেউ ডিসিআর কাটতে পারেন। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না।  যাজরা বিজেপির, তাঁরা দলীয় প্রতীকেই লড়বেন। এ বিষয়ে পুরাতন মালদহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবেন্দু সেন বলেন, বিজেপির ছন্নছাড়া দল। ওদের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দাঁড়াবে, কি দাঁড়াবে না সেটা ওদের ব্যাপার। কিন্তু আমাদের দলীয় অনুশাসন রয়েছে। দল যাকেই প্রার্থী করবেন, সর্বসম্মতিক্রমে সকলেই তাঁকে মেনে নেবেন। তাছাড়া কোথাও কোনও সমস্যা হলে আমরা বসে সমাধান করে নেব। তবে এখনও পর্যন্ত আমাদের ক্ষেত্রে গোঁজ প্রার্থী দেওয়ার সম্ভাবনা খুবই কম। এ বিষয়ে পুরাতন মালদহের  বহিষ্কৃত বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির বিদায়ী সদস্য নিতাই মণ্ডল বলেন, ভোট ঘোষণা হয়ে যাওয়াই আমরা অপ্রস্তুত অবস্থায় রয়েছি। তবুও ছেড়ে কথা বলা যাবে না। ব্লকের একাধিক আসনে আমরা নির্দল প্রার্থী দেব।  যতটা সম্ভব  মুখোশধারী বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূল নেতৃত্বের হাত থেকে মানুষকে  রক্ষা করার লড়াই চলবে ।
পুরাতন মালদহ ব্লকে বিজেপি দলীয় কোন্দলে জেরবার হয়ে আছে। গত বিধানসভা নির্বাচন থেকেই  দলীয় অর্ন্তঘাত বাড়তে থাকে। দলীয় অর্ন্তকলহের জেরে  বিজেপির দখলে থাকা  তিনটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল ছিনিয়ে নিয়েছিল। পঞ্চায়েত সমিতির একাধিক সদস্যও  বিজেপি ত্যাগ করে। শুধু তাই নয় বিজেপির টিকেটে জেতা জেলা পরিষদ সদস্যও তৃণমূলের যোগদান করেছে। সব মিলিয়ে কার্যত  ছন্নছাড়া হয়ে পড়েছে বিজেপি। যদিও বিজেপি শিবির ছন্নছাড়ার বিষয়টি মানতে নারাজ। 
এই পরিস্থিতিতে নির্বাচন ঘোষণা হতেই বিজেপির  বিক্ষুব্ধ শিবির সক্রিয় হয়ে উঠেছে। বিক্ষুব্ধরা পঞ্চায়েতের  ত্রিস্তরীয় আসনে প্রার্থী দেওয়ার  তোড়জোড় শুরু করেছে। এদিন মনোনয়নের প্রথম দিনই ব্লকে গিয়ে বিক্ষুব্ধ বিজেপির দুজন সদস্য  মনোনয়নপত্র তোলেন। ৩০ নম্বর জেলা পরিষদ আসন সহ বেশ কিছু আসনে আগামী শনি ও সোমবার  বিক্ষুব্ধ সদস্যরা মনোনয়নপত্র জমা দিতে পারেন বলে জানা গিয়েছে।  

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ