বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

গঙ্গারামপুরে প্রাচীন যুগের পাঁচটি মুদ্রা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিস চালুন্দা গ্রাম থেকে প্রাচীন যুগের পাঁচটি মুদ্রা উদ্ধার করল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সেলিম হোসেন (১২) নামে এক কিশোরের কাছ থেকে প্রাচীন যুগের পাঁচটি রুপোর মুদ্রা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালুন্দা গ্রামে একটি পুকুর খনন করার সময় প্রাচীন মুদ্রা সমেত একটি কলস দেখতে পায় কিশোর। তারপর ওই গ্রামের মাইদুর রহমান কলসটি বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের।  গঙ্গারামপুর মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য্য বলেন, আরবি ভাষায় লেখা পাঁচটি কয়েন উদ্ধার হয়েছে উদয় গ্রাম পঞ্চায়েতের চালুন্দা এলাকা থেকে। এক কিশোর বিষয়টি দেখে পাঁচটি কয়েন নিজের কাছে রেখেছিল। পরবর্তীতে এলাকার এক ব্যক্তির কাছে উদ্ধার হওয়া কলস আছে বলে পুলিসের কাছে অভিযোগ জানায় গ্রামবাসীরা। অরপরই খোঁজ করা হলে ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয় অভিযুক্ত বাড়িতে নেই। 

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ