বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

জাতীয় বলপয়েন্ট পেন দিবসে পরিবেশবান্ধব 
কলম ব্যবহারে জোর সংগ্রাহক সুবীরকুমারের

সংবাদদাতা, গাজোল: আজ, শনিবার জাতীয় বলপয়েন্ট পেন দিবস। এই বিশেষ দিনে সকলকে পরিবেশবান্ধব কলম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন আড়াই হাজারের বেশি কলম সংগ্রহে রাখা মালদহ বাণীভবন টাউন লাইব্রেরির গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা। তাঁর বার্তা, প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি কলম ব্যবহার করুক সকলে। পরিবেশবান্ধব বা ইকো ফ্রেন্ডলি কলম হল এমন কলম যা কাগজ, পিচবোর্ড, সংবাদপত্র দিয়ে তৈরি করা হয়। বিভিন্ন কোম্পানি এই কলম তৈরি করে। ই-কমার্স সাইটে এসব কিনতে পাওয়া যায়।  
সুবীরবাবুর বাড়ি ইংলিশবাজার শহরের ২ নম্বর ওয়ার্ডের গ্রিনপার্কে। তিন দশক ধরে বিভিন্ন দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা তাঁর নেশা। তাঁর কাছে আছে, দেশ বিদেশের প্রাচীন মুদ্রা, টাকা, ডাকটিকিট, দেশলাই বাক্স, পাখির বাসা, ভারতের বিভিন্ন রাজ্যের সংবাদপত্র ইত্যাদি। এর পাশাপাশি তিনি আড়াই হাজার বিভিন্ন ধরনের কলম সংগ্রহ করেছেন। তাঁর সংগ্রহশালায় পুরনো দিনের খাগের কলম, পাখির পালকের কলম, ডিপ পেন, স্টাইলাস পেন, ক্যালিগ্রাফি পেন, ঝর্ণা কলম, বলপয়েন্ট পেন, রোলার বল পেন, অডিও ভিডিও স্পাই পেন রয়েছে। এছাড়াও আছে মন্টব্লাঙ্ক, সেলার, শিফিল্ড, ক্রস, পেলিকন, পার্কার, ওয়াটারম্যান, পাইলট, হিরো, মুনন্যা, সুলেখা সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির পেন। এখানেই শেষ নয়, সোনা, রুপো, তামা, স্টিল, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক, কাঠ, বাঁশ, পাথরের পেনও তাঁর সংগ্রহে রয়েছে। শিশুদের মনোরঞ্জনের জন্য আছে বাইক পেন, কাঁচি পেন, বন্দুক, আয়না, বাঁশি, চাকু, ট্যাবলেট, জেল প্রভৃতি পেন। 
গ্রন্থাগারিক সুবীরকুমার সাহা বলেন, আমি খুব ছোট থেকেই পেন সংগ্রহ করি। তাই জাতীয় বলপয়েন্ট পেন দিবসটি আমার কাছে একটি বিশেষ দিন। বাড়ির সংগ্রহশালায় ওসব সাজিয়ে রেখেছি। ছোট-বড় সকল বয়সিদের দেখার জন্য প্রর্দশনীর ব্যবস্থাও করেছি। কলমপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছি।  নিজস্ব চিত্র

10th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ