বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

উপাচার্যের মেয়াদ শেষ, ফের 
অভিভাবকহীন বিশ্ববিদ্যালয়

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহেন্দ্রনাথ রায়ের তিন মাসের কার্যকালের মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়ে গেল। ফলে আজ, শুক্রবার থেকে ফের অভিভাবকহীন হয়ে পড়ল আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। অভিভাবক না থাকায় পরীক্ষা ও অন্যান্য নানা সমস্যা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নতুন বিল্ডিং ও অন্যান্য পরিকাঠামোগত কাজে অর্থের জন্য উপর মহলে তদ্বির করার কাজেও সমস্যা হবে বলে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। 
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে উপাচার্য পদে ছিলেন মহেন্দ্রনাথবাবু। ২০২০ সালের ২৩ ডিসেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ দেন। এরপর ২০২২ সালের ২৩ ডিসেম্বর উপাচার্য পদের মেয়াদ শেষ হয় তাঁর। তারপরে আর উপাচার্য পায়নি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়। তিন মাস অভিভাবকহীন থাকার পর চলতি বছরের ৮ মার্চ মহেন্দ্রনাথবাবুকেই ফের তিন মাসের জন্য উপাচার্য পদে ফিরিয়ে আনা হয়। উপাচার্য হিসেবে তাঁর সেই তিন মাসের কার্যকালের মেয়াদ এদিন শেষ হয়ে যায়। 
এদিন বিকেলেই মহেন্দ্রনাথবাবু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন। আজ, শুক্রবার তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তাঁর আগের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান পদের কাজে যোগ দেবেন। মহেন্দ্রনাথবাবু বলেন, সরকারি নিয়ম তো মানতেই হবে। আমার তিন মাসের উপাচার্য পদের মেয়াদের কার্যকাল এদিন শেষ হয়েছে। আজ, শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দিচ্ছি। উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন সহ নানা সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পড়ুয়া অরূপ দাস বলেন, সামনেই আমাদের ফাইনাল সেমেস্টার। পরীক্ষার প্রশ্নপত্র তৈরির বিষয় আছে। উপাচার্য না থাকায় নানা সমস্যা তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়ুয়া শুভঙ্কর ঘোষেরও একই আশঙ্কা। শুভঙ্করেরও সামনে ফাইনাল সেমেস্টার। তাঁর কথায়, শুধু তো পরীক্ষা নয়, আরও নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। 
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী বিল্ডিং ঘরের জন্য ৩৬ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ঘোষণা হওয়া সেই টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যদিও সামান্য পরিমাণ সেই অর্থ এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পায়নি। উপাচার্য না থাকায়  বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ও অন্যান্য পরিকাঠামো কাজের অর্থের জন্য উপর মহলে তদ্বির করার কাজেও সমস্যা তৈরি হবে বলে ওয়াকিহাল মহল মনে করছে। 
যদিও এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়দীপ রায়ের কোনও বক্তব্য মেলেনি। রেজিস্ট্রারকে ফোন করা হলে তিনি ধরেননি। মেসেজ করা হলেও, তার কোনও উত্তর পাওয়া যায়নি।  

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ