বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

রেশন বণ্টনে স্বচ্ছতা আনতে
বায়োমেট্রিকে জোর খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গণবন্টনে স্বচ্ছতা আনতে রেশন সামগ্রী প্রদানে বায়োমেট্রিক পদ্ধতির উপর জোর দেওয়ার নির্দেশ দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বৃহস্পতিবার মালদহে খাদ্যদপ্তরের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কালেক্টরেটে আয়োজিত ওই বৈঠকে মালদহের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী বলেন, খাদ্যসাথী প্রকল্পের সুষ্ঠু রূপায়ণের ব্যাপারে এদিন পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বায়োমেট্রিক ব্যবস্থা চালু হওয়ায় বহু ভুয়ো গ্রাহক বাদ পড়েছে। আগামী দিনে যাতে গণবন্টন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসে তার চেষ্টা চলছে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিরোধীরা মাঝেমধ্যে শুধুমাত্র বিরোধিতা করার জন্য‌ নানা অভিযোগ তোলেন। তবে দপ্তরের কাজকর্মে কোনও গাফিলতি আমরা বরদাস্ত করি না। 
খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন দুটি পর্যায়ে বৈঠক হয়। প্রথম দফায় আধিকারিকদের নিয়ে মন্ত্রী বৈঠক করেন। সেখানে রাজ্য খাদ্যদপ্তরের শীর্ষ স্তরের আমলাদের পাশাপাশি মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, চার জেলার অতিরিক্ত জেলাশাসক (খাদ্য ও খাদ্য সরবরাহ), জেলা ও মহকুমা খাদ্য নিয়ামকরা উপস্থিত ছিলেন। পরবর্তী পর্যায়ে রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর, রাইস মিল মালিকদের নিয়ে মন্ত্রী বৈঠক করেন। প্রথম পর্যায়ের বৈঠকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুষ্ঠু গণবন্টন ব্যবস্থা বাস্তবায়নের উপর মন্ত্রী জোর দেন। আধিকারিকদের কাজকর্মের চুলচেরা বিশ্লেষণ হয়। দুয়ারে রেশন কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সাধারণ গ্রাহকদের হয়রানি কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে খাদ্যদপ্তরের শীর্ষ স্তরের আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন। রেশন ডিলারদেরও মন্ত্রী এব্যাপারে বার্তা দেন। পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে তা দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে তিনি অনুরোধ করেন। 
উল্লেখ্য, আগে রেশনে ভুয়ো গ্রাহকের সংখ্যা ছিল মাত্রাছাড়া। রেশন ডিলারদের একাংশের সঙ্গে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা গাঁটছড়া বেধে ভুয়ো গ্রাহকদের বরাদ্দ আত্মসাৎ করতেন বলে অভিযোগ। সমস্যা সমাধানে ডিজিটাল রেশন কার্ড চালু করা হয়। তারপরেও সমস্যা হচ্ছিল। তখন রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা হয়। বর্তমানে বায়োমেট্রিক তথ্য না দিলে রেশন পাওয়া যায় না। হাতের আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান করার পরেও সমস্যা হলে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি’র মাধ্যমেও রেশন সামগ্রী তোলা যাবে বলে আধিকারিকরা জানিয়েছেন। 

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ