বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

আদিবাসীদের বন্‌ধে
অস্ত্র নিয়ে দাপাদাপি
ভাঙচুর হল বাইক, ভোগান্তি আমজনতার

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বৃহস্পতিবার ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে ১২ ঘণ্টার বাংলা বন্‌ধে গৌড়বঙ্গের তিন জেলায় প্রভাব পড়ল। এদিন রায়গঞ্জে বন্‌ধের নামে অস্ত্র হাতে পিকেটিং করে আদিবাসীদের একাংশ। রায়গঞ্জ শহরজুড়ে কার্যত তাণ্ডব চালায় বন্‌ধ সমর্থকরা। তারা অস্ত্র হাতে সাধারণ নাগরিকদের চমকায়। পাশাপাশি কোথাও অস্ত্র দেখিয়ে টোটো থেকে যাত্রী নামিয়ে চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। কোথাও টোটো ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। আন্দোলনকারীদের এই আচরণে আমজনতা রীতিমতো ক্ষুব্ধ। তারা পুলিস প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছে।
আন্দোলনকারীদের তরফে উত্তর দিনাজপুর আদিবাসী সমন্বয় কমিটির সম্পাদক সনাতন মুর্মু বলেন, বড় ধরনের আন্দোলন বা বন্‌ধ হলে অসুবিধা হয়। মানুষ তখনই বন্‌ধ ডাকে, যখন তাদের আর বিকল্প পথ থাকে না। আন্দোলনের শেষ অস্ত্র হিসেবে আমরা বন্‌ধকে বেছে নিই। বন্‌ধ কোনওভাবেই কাম্য নয় বলে আমরাও মনে করি। ভুক্তভোগী মানুষদের কাছে আমরা ক্ষমা চাইছি। আদিবাসীদের বৃহৎ স্বার্থে বন্‌ধকে সফল করতে সহযোগিতা করুন। সকালের দিকে দূরপাল্লার বাসগুলি আমরা ছেড়ে দিয়েছি। বেলার দিকে বাসগুলিকে হোটেল সংলগ্ন এলাকায় আটকে দেওয়া হয়েছিল। 
বন্‌ধের জেরে বালুরঘাট শহরে এদিন সকাল থেকেই বাস পরিষেবা বন্ধ ছিল। সকালে বিভিন্ন বাজারও প্রায় বন্ধ ছিল। এদিকে বেসরকারি বাস চলাচল না করায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এদিকে কিছু সরকারি বাস সকাল ৬টার আগে চলাচল করলেও পরে আর চলাচল করতে দেখা যায়নি। বালুরঘাট, গঙ্গারামপুর, পতিরাম ও হিলিতেও চলছে পথ অবরোধ ও পিকেটিং। যার ফলে সাধারণ নিত্যযাত্রীরা আটকে পড়েন। সরকারি অফিস কাছারিতেও কর্মীদের উপস্থিতি কম ছিল।
আদিবাসী সংগঠনের এক নেতা দুলাল সরেন বলেন, অ-আদিবাসী ক্ষত্রিয় কুড়মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত করা হচ্ছে। পরোক্ষে সরকারি মদতে কুড়মিদের এসটি তালিকাভুক্তকরণ করা হচ্ছে। এর প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দেওয়া হয়েছিল। আমাদের বন্‌ধ সফল হয়েছে। এদিকে, এদিন গঙ্গারামপুরে ওষুধ কিনতে যাওয়া এক বাইক চালককে জাতীয় সড়কে ফেলে মারধর করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি কবা হয়েছে। পুলিস জানিয়েছে, জখম যুবকের নাম গৌরাঙ্গ রাজবংশী। তাঁর বাড়ি গঙ্গারামপুর শহরের ভোদংপাড়ায়। সাংবাদিকদের উপর হামলা ও বাইক ভাঙচুর করে বন্‌ধ সমর্থকরা। সাইকেল ও বাইক চালকদের বনধ্‌ সমর্থনকারীরা অস্ত্র হাতে নিয়ে ভীতি প্রদর্শন করে। 
গঙ্গারামপুরের মহকুমা পুলিস আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, গঙ্গারামপুর চৌপথিতে বন্‌ধ সমর্থকরা বিশৃঙ্খলা ঘটিয়েছে। তাদের মারে এক যুবক জখম হয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপার রাহুল দে বলেন, বন্‌ধ঩ ঘিরে জেলায় দু’টি ঘটনা ঘটেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
এদিকে এদিন সকাল থেকেই  মালদহে বন্‌ধে মিশ্র প্রভাব পড়ে। গাজোল ব্লকে এদিন  বন্‌ধ সমর্থকরা বিদ্রোহী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। গাজোলের দেওতলায় জাতীয় সড়ক অবরোধ হয়। আদিবাসী অধ্যুষিত বামনগোলাতে এদিন বন্‌ধ পালিত হয়। মালদহ -নালাগোলা রাজ্য সড়কের আইহো মোরে  এদিন বিকেল পর্যন্ত বন্‌ধ পালিত হয়েছে। এতে যাত্রী দুর্ভোগ বাড়ে।

9th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ