বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

গোসানিমারিতে ৩টি
বোমা উদ্ধার, চাঞ্চল্য

 

সংবাদদাতা, দিনহাটা: বৃহস্পতিবার সকালে দিনহাটার গোসানিমারির শকুন্তলা মোড়ে তিনটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সকালে জনবহুল এলাকায় বোমা উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দিনহাটা থানার পুলিস এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা বোমা রেখে গিয়েছিল, তা নিয়ে তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিস। 
দিনহাটায়-১ ব্লকের গোসানিমারি বাজারের শকুন্তলা মোড়ে একটি বাড়ির সামনে তিনটি বোমা পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণে বেরনো কয়েকজন। সেই খবর ছড়িয়ে পড়তেই এবং পঞ্চায়েত ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তুমুল আতঙ্ক ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দিনহাটা-১ ব্লক সভাপতি সুধাংশু রায় বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শান্ত গোসানিমারিকে অশান্ত করে তুলতে চাইছে। সেজন্য পঞ্চায়েত ভোটের মুখে বোমাবাজির পরিকল্পনা করতেই ওই বোমা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফেলে গিয়েছে। 
স্থানীয় বিজেপি নেতা দীপক রায় বলেন, ওদের অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের লোকেরাই পঞ্চায়েত ভোটের আগে এলাকার সাধারণ মানুষকে বোমা-বন্দুক দেখিয়ে কব্জায় রাখতে চাইছে। তৃণমূলই এসব গ্রামে আমদানি করছে। দিনহাটা থানার পুলিস জানিয়েছে, বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু চলছে।  

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ