বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। শুক্রবার দিলীপ রায়ের তোলা ছবি।

প্রশাসনের চাপে ডালখোলার ভিতর
দিয়ে চলল বাস, যানজটে ভোগান্তি

সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলা শহরের ভিতর দিয়ে বাস চলাচল করাতে ফের পথে নামল প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ডালখোলা বাইপাস রোডের শুরুর দু’দিকে পুলিস, পুরসভা কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা দাঁড়িয়ে থাকেন। সরকারি ও বেসরকারি বাস দাঁড় করিয়ে তাঁরা শহরের ভিতর দিয়ে পাঠিয়ে দেন। কার্যত বাসগুলিকে শহরের ভিতরের সড়ক দিয়ে চলতে বাধ্য করা হয়। প্রশাসনের এই পদক্ষেপে চরম ক্ষুব্ধ বেসরকারি বাস মালিকদের সংগঠন। বাধ্য করা হলে তারা বাস পরিষেবা বন্ধ রাখবে বলে হুমকি দিয়েছে। অন্যদিকে, শহরের ভিতর দিয়ে বাস ঢোকান হলেও রেলগেটের যানজটে আটকে পড়ে একাধিক বাস। এতে তীব্র যানজটে নাকাল হয়েছেন বাস যাত্রী থেকে চালক সহ সর্বস্তরের মানুষ জন। 
উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার ওনারর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, আমাদের আগাম কোনও কিছু না জানিয়েই এদিন হঠাৎ প্রশাসন বাসগুলিকে শহরের ভিতর দিয়ে ঢুকিয়েছে। আমরা আরটিও, ডিএম, এসপিকে চিঠি দিচ্ছি। শুক্রবারও যদি একই অবস্থা থাকে, তাহলে শনিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলার দিনের বেলায় কোনও বাস ডালখোলা দিয়ে চলবে না। ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বলেন, এদিন থেকে শহরের ভিতরের সড়ক দিয়ে বাস চলাচল শুরু হয়েছে। আমরা পুরসভার পক্ষ থেকে ১০ দিন এভাবে পর্যবেক্ষণ করব। পুলিস তার নিজের কাজ করবে। 
 এপ্রসঙ্গে স্বদেশবাবু বলেন, এদিন রেলের রেক ছিল তাই গেটে কিছু সমস্যা ছিল। শহরের বাকি জায়গায় সমস্যা নেই। বাস মালিক সংগঠনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। তবে ডালখোলা দিয়ে বাস চললে শহরের ভিতর দিয়েই চালাতে হবে।
ডালখোলার এসডিপিও সৌম্যনন্দ সরকার বলেন, ৪০০ কিমি’র মধ্যে চলাচলের সমস্ত এনবিএসটিসি’র বাস শহরের ভিতর দিয়ে চলবে। আরটিও নির্দেশ দিয়েছেন যে বেসরকারি বাস শহরের ভিতর দিয়ে চলাচল করবে। এদিন ডালখোলা ট্রাফিক পুলিস ও থানার পুলিস বাইপাসের দু’দিকের দু’টি পয়েন্টে থেকে বাসগুলিকে শহরের ভিতর দিয়ে পাঠিয়েছে। বাস চলাচলের ফলে শহরে যাতে যানজট না হয়, সেজন্য আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 
বাসিন্দারা বলছেন, যানজট নিয়ে ডালখোলা শহরের বদনাম বহু পুরনো। যানজট সমস্যর সমাধানে বাইপাস নির্মাণের দাবি উঠেছিল। বর্তমানে বাইপাস চালু হয়েছে। এর ফলে পণ্যবাহী যানবাহন ও যাত্রীবাহী বাস সমস্ত যানবাহনই বাইপাস দিয়ে চলাচল শুরু করেছে। শহরের ভিতরের সড়ক দিয়ে বাস চলছে না। বাসিন্দাদের দাবি শহরের ভিতর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করুক। প্রশাসন কয়েকবার উদ্যোগ নিয়েছে। তাতওে বাস চলাচল করছিল না। এবার প্রশাসন পথে নেমে শহরের ভেতর দিয়ে বাস চালাচ্ছে।

2nd     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ