বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

রামনবমীর শোভাযাত্রায় ড্রোনে নজরদারি

সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে রামনবমীর শোভাযাত্রায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিস। আজ, বৃহস্পতিবার এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিস ও প্রশাসন। পঞ্চায়েত নির্বাচনের আগে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এই শোভাযাত্রায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি জনসংযোগ করার সুযোগকে হাতছাড়া করতে চাইছে না। দু’দলই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল খাওয়ানোর ব্যবস্থা করেছে। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে কয়েক লক্ষ মানুয় এই শোভাযাত্রায় অংশ নেবে। 
ইসলামপুর পুলিস জেলার সুপার বিশপ সরকার বলেন, শোভাযাত্রায় নজরদারি চালানোর জন্য দু’টি ড্রোন, ৪১টি সিসি টিভি ক্যামারা এবং পাঁচটি ভিডিওগ্রাফি টিম থাকছে। বিশেষভাবে প্রশিক্ষিত পুলিস ফোর্স সহ পুলিসের সমস্ত ধরনের ফোর্স মিলে মোট ১৪০০ জনকে মোতায়েন করা হচ্ছে। এরমধ্যে অনেক ফোর্স বাইরের জেলা থেকে আনা হয়েছে। সেই সঙ্গে ডিএসপি পদ মর্যাদারও বহু আধিকারিকও বাইরে থেকে আসছেন। শোভাযাত্রায় ডিজে বাজানো ও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্তীয় সহ সম্পাদক গৌরাঙ্গ তলাপাত্র বলেন, এবছর শোভাযাত্রায় ইতিহাস তৈরি হবে। চার থেকে পাঁচ লক্ষ মানুষ এতে অংশ নেবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে শোভাযাত্রায় অংশ নেয়। সংলগ্ন বিহার থেকেও অনেকে আসবে। ডিজে বাজানো কিংবা অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। প্রশাসনের দেওয়া নির্দেশিকা সকলকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। শোভাযাত্রায় বহু ট্যাবলো থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে একটি ট্যাবলো কেদারনাথ মন্দিরের আদলে সাজান হয়েছে। রামায়ণে বর্ণিত বিভিন্ন অধ্যায় ট্যাবলোতে দেখা যাবে। সকাল ৯টায় স্টেট ফার্ম কলোনির সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা কলেজ মোড় হয়ে শহরের মূল সড়ক দিয়ে বাস টার্মিনাসের পাশ দিয়ে জীবন মোড়ের সুভাষনগর জুনিয়র হাইস্কুলের মাঠে গিয়ে শেষ হবে।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ