বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

লক্ষ্য পঞ্চায়েত ভোট, নিষ্ক্রিয়
কর্মীদের চাঙ্গা করছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গত বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফলাফল না হওয়ায় এরাজ্যে বিজেপি নেতা-কর্মীদের অনেকেই বসে যান। মালদহেও গেরুয়া শিবিরের অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। ফলে সংগঠনে তার প্রভাব পড়ে। বিধানসভার ফলের নিরিখে মালদহের দুই শহর ইংলিশবাজার ও পুরাতন মালদহে এগিয়ে থাকার পরেও পুরভোটে দল মুখ থুবড়ে পড়ে। ফলে নিষ্ক্রিয় নেতা-কর্মীদের ফের দলের মূল স্রোতে ফেরাতে বিজেপি নেতৃত্ব উদ্যোগী হয়েছে। বুথগুলিকে মজবুত করতেই এব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই সংখ্যালঘু অধ্যুষিত মালদহে বিজেপি সংগঠনের ভীত গড়ে তুলতে চাইছে। সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটকে দল ‘অ্যাসিড টেস্ট’ হিসেবে দেখতে চাইছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। 
এব্যাপারে দলের জেলা সহ সভাপতি তথা মালদহ জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ অজয় গঙ্গোপাধ্যায় বলেন, গত বিধানসভা নির্বাচনে আমরা আশানুরূপ ফল করতে পারিনি। তবে তৃণমূলের বিরুদ্ধে আমরাই মূলত বুক চিতিয়ে লড়াই করেছিলাম। ফল প্রকাশের পর দলের নেতা-কর্মীদের উপর আক্রমণ নেমে আসে। সবক্ষেত্রে তা প্রতিহত করা যায়নি। ফলে অনেকেই সাময়িকভাবে বসে যান। বহু জায়গায় প্রাণ ও সম্পত্তি রক্ষা করাটাই ওইসময় রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে সাংগঠনিক কাজকর্ম করার কথা তখন আমরা কর্মীদের সেভাবে জোর দিয়ে বলতে পারিনি। তবে বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। পাচার ও নিয়োগ দুর্নীতি নিয়ে মানুষ সরব হচ্ছে। আমাদের দলের নেতা-কর্মীরাও সাধারণ মানুষের পাশে থেকে আন্দোলন করছেন। এই অবস্থায় বুথগুলিতে ফের সংগঠন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষ্ক্রিয় কর্মীদের বুঝিয়ে ফের দলের মূল স্রোতে ফেরানো হচ্ছে। 
বিজেপি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মালদহে দলের ভালো সংগঠন রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ সহ অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলিও মালদহে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। জেলার ধর্মপ্রাণ মানুষজনের মধ্যে বিভিন্ন উৎসব পালনে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায়। তারমধ্যে রামনবমীও রয়েছে। রামনবমীকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ বা আরএসএসের নানা কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করা যায়। তাতে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসীরাও অনেক সময় অংশ নেন। ফলে এবারও ওই দিনটিকে সামনে রেখে মালদহের গ্রামাঞ্চলে বিজেপির একাংশ প্রভাব বিস্তার করতে চাইছে। 
বিজেপি নেতারা জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনে দল জেলায় খুব একটা ভালো ফলাফল আশা করছে না। কারণ গ্রামীণ এলাকায় ‘সন্ত্রাসের’ কারণে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে তাঁরা সংশয়ে রয়েছেন। ফলে তৃণমূলের বিরুদ্ধে সব জায়গায় প্রার্থী দেওয়া নিয়েও বিজেপি নেতৃত্ব সন্দিহান। তবে ইংলিশবাজার, পুরাতন মালদহ, হবিবপুর, বামনগোলা, গাজোল, মানিকচক, বৈষ্ণবনগরের মতো এলাকায় কিছু আসন দলের দখলে আসবে বলে তাঁরা আশাবাদী। সামগ্রিকভাবে আগামী বছরের লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই জেলায় সংগঠন মজবুত করার প্রয়াস দল নিতে চাইছে। তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে আপাতত গেরুয়া শিবির মানুষের জোটের উপরেই ভরসা রাখছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ