বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বেহাল সেতু দিয়েই চলছে আলুর
বস্তাভর্তি ট্রাক্টর, দুর্ঘটনার আশঙ্কা

সংবাদদাতা, মাথাভাঙা: মেখলিগঞ্জের জামালদহে টিকাভিজা গ্রামে কোচুয়া নদীর উপরে থাকা সেতুটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সেতুতে ওঠার মুখে অ্যাপ্রোচ রোডের একাংশ ধসে গেলেও সংস্কার না করায় প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা পঞ্চায়েত সমিতি সংস্কারে উদাসীন বলে অভিযোগ। বাসিন্দারা জানিয়েছেন, সেতু ক্ষতিগ্রস্ত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে। বর্তমানে ভগ্নপ্রায় সেতু দিয়েই চলছে আলুর বস্তা ভর্তি ট্রাক ও ট্রাক্টর। নজরদারি না থাকায় ভারী গাড়ি চলাচল করায় যেকোনও সময়ে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন বাসিন্দারা। যদিও গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, সেতুটি সংস্কারের জন্য কোচবিহার জেলা পরিষদে জানানো হয়েছে। 
এলাকার বাসিন্দা দিজু রায় বসুনিয়া বলেন, বামআমলে সেতু তৈরির সময়েই নিম্নমানের কাজ হয়েছিল। ক’বছরেই সেতুটি নড়বড়ে হয়ে গিয়েছে। সেতুটি রক্ষা করতে কর্তৃপক্ষের পদক্ষেপ করা উচিত। আরএক বাসিন্দা প্রসেনজিৎ শা বলেন, এখন খেত থেকে আলুর বস্তা নিয়ে ভারী গাড়িগুলি হিমঘরে যাচ্ছে। নড়বড়ে সেতুর উপর দিয়েই চলছে লরি, ট্রাক্টর। যেকোনও সময়ে সেতুটি ভেঙে পড়তে পারে। তাহলে বর্ষার সময়ে দুর্ভোগ বাড়বে। 
যদিও তাদের সময়ে সেতুর কাজ নিম্নমানের হয়েছিল, তা মানতে চাননি স্থানীয় সিপিএম সমর্থিত পঞ্চায়েত সদস্য আতাবুল ইসলাম। তাঁর দাবি, সেতুটি রক্ষণাবেক্ষণ না করার কারণে এখন এই অবস্থা। পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা পঞ্চায়েত সমিতি কেউই সেতু সংস্কারের কাজ করছে না। সাধারণ মানুষ সবই দেখছে, এলাকায় তৃণমূলের সংগঠন না থাকার কারণেই সেতু সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি। 
যদিও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা রায় বলেন, সেতুটি নির্মাণের সময়েই নিম্নমানের কাজ করা হয়েছিল, তাই কয়েক বছরে বেহাল হয়ে পড়েছে। আমরা পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদকে বিষয়টি জানিয়েছি। এলাকার উন্নয়নে আমরা রাজনীতিকে টেনে আনি না। ভারী গাড়ি যাতে না চলে, সেই দিকে নজর রাখা হবে। 
বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি কামিনীকুমার বর্মন বলেন, দুর্নীতি কারা কতটা করেছে, তা নিয়ে এখন তৃণমূল-সিপিএম প্রতিযোগিতা করছে। বেহাল টিকাভিজা সেতু সংস্কার করা দরকার। বেহাল সেতু সংস্কারের দাবি আমরাও জানাচ্ছি।  
প্রসঙ্গত, বাম আমলে জামালদহ থেকে কেশারহাট যাওয়ার রাস্তায় টিকাভিজা গ্রামে কোচুয়া নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়। 
স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের সময়েই অনিয়ম হয়েছিল। যত পরিমাণ লোহার রড দেওয়ার কথা ছিল, তা না দিয়েই ঢালাই করা হয়েছে বলে অভিযোগ। ফলে কয়েক বছরের মধ্যেই সেতুটি নড়বড়ে হয়ে যায়। বর্তমানে সেতুর একাধিক জায়গায় ফাটল ধরেছে। সেতুতে ওঠার মুখে অ্যাপ্রোচ রোডের গার্ডওয়ালও নিম্নমানের করার কারণে ধসে গিয়েছে। একদিকে বড় গর্তও হয়ে আছে। রাতের দিকে পথচলতি মানুষ প্রায়ই ছোটখাট দুর্ঘটনার মুখে পড়ছে।  নিজস্ব চিত্র

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ