বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

মুচিয়ায় পড়ে থাকা বটগাছের
গুঁড়ি হঠাত্ সোজা, চাঞ্চল্য

সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ  ব্লকের মুচিয়া  গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে ঝড়বৃষ্টিতে ভেঙে পড়া  একটি প্রাচীন বটগাছের গোড়ার অংশ ফের পূর্বের অবস্থায় ফিরে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে এটিকে অলৌকিক ঘটনা ধরে নিয়ে গাছের গুঁড়িতে পুজো শুরু করেছেন। এনিয়ে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। গত বছর ঝড়বৃষ্টিতে বটগাছটি ভেঙে পড়েছিল। সে সময় মানুষের পথ চলতে সমস্যা হওয়ায়  গাছের ডালপালা ও কাণ্ড কেটে ফেলা হয়। শিকড়ের কিছু অংশ মাটির তলায় ছিল। শিকড়ের উপরের কিছুটা অংশ মাটির উপর পড়ে ছিল। এদিন সকালে গ্রামবাসীরা ওই মূল সহ কাণ্ডের অংশটিকে সোজা অবস্থায় দেখেন। তারপরেই এলাকায় গুঞ্জন শুরু হয়। গ্রামবাসীদের বক্তব্য, যেভাবে গাছের গুঁড়িটি পড়ে ছিল তাতে মানুষের পক্ষে তুলে সোজা করে বসানো সম্ভব নয়। কোনও যান্ত্রিক পদ্ধতিতে রাতের অন্ধকারে গুঁড়িটিকে তুলে রাখা হয়েছে কিনা এ বিষয়ে গ্রামবাসীরা অন্ধকারে রয়েছেন। স্থানীয় বাসিন্দা তথা বিজেপির পঞ্চায়েত সদস্য শুভলক্ষী গায়েন চৌধুরী বলেন, সকালে বিষয়টি জানতে পারি যে একটি পড়ে থাকা বটগাছ পূর্বের অবস্থায় ফিরে এসেছে। বিষয়টি অলৌকিক মনে হচ্ছে। এঘটনায়  অনেকে আবার পুজো শুরু করে দিয়েছেন। এবিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদহ শাখার সম্পাদক সুনীল দাস বলেন, ঘটনাস্থলে না গিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে যা শুনলাম তাতে এই ঘটনার  পিছনে কোনও অলৌকিক বিষয় নেই।   

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ