বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

কালিয়াগঞ্জ শহরে আজও
সরকারি বাসস্ট্যান্ড তৈরি হয়নি
রাস্তার উপরই চলছে যাত্রী ওঠা-নামা

সংবাদদাতা, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে সরকারি  কোনও বাসস্ট্যান্ড না থাকায় দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রাস্তার উপরই দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানো করে সরকারি বাসগুলি । এমনকী রাতের বেলায় শহরের মূল রাস্তার পাশে বাসগুলি দাঁড় করিয়ে রাখা হয়। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। অতীতে বারবার প্রশাসনের আশ্বাস মিললেও এখনও পর্যন্ত বাসস্ট্যান্ড তৈরি হয়নি। তাই অবিলম্বে একটি বাসস্ট্যান্ডের দাবি তুলেছেন শহরবাসী। তাঁদের বক্তব্য, কালিয়াগঞ্জ শহরে সরকারি বাসস্ট্যান্ড না থাকায় বাস ধরার ক্ষেত্রে যাত্রীদের রোদ, ঝড়, জল, বৃষ্টিতে সমস্যায় পড়তে হয়। তেমনি দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। স্থায়ী বাসস্ট্যান্ড না থাকার জন্য কলকাতা সহ বিভিন্ন দূরপাল্লার রুটের বাস বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি  স্থানীয় বাসিন্দাদের।
এখনও কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ, বালুরঘাট, শিলিগুড়ি, দিনহাটা, কোচবিহার, জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি রুটের বাস ছাড়ে। কিন্তু সেই বাসগুলি ধরার জন্য যাত্রীদের রাস্তার ধারেই অপেক্ষা করতে হয়। চড়া রোদ ও বৃষ্টিতে সমস্যায় পড়েন যাত্রীরা। কালিয়াগঞ্জ পুরসভার বাসিন্দা শুভেন্দু সাহা বলেন, শহরের বিবেকানন্দ মোড় এলাকায় পুর বাসস্ট্যান্ড রয়েছে। সেই বাসস্ট্যান্ডে সরকারি বাস দাঁড়ানোর ব্যাপারে কথাবার্তা নাকি পাকা হয়ে গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। বিবেকানন্দ মোড় এলাকা ও বয়রা কালীবাড়ির পাশে রাস্তার উপর বাস থামিয়ে যাত্রী ওঠানামার ক্ষেত্রে নানা ঝুঁকি থাকে। বাসস্ট্যান্ড চালু হলে সেই সমস্যা আর থাকবে না। পাশাপাশি বাস ও যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পাবে।
এব্যাপারে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন, কালিয়াগঞ্জ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হওয়া সত্ত্বেও এখানে বাসস্ট্যান্ড নেই। ফলে মানুষকে নানা অসুবিধার মধ্যে পড়তে হয়। এব্যাপারে উত্তর দিনাজপুর জেলা পরিষদের সঙ্গে কথা চলছে। শহরের বুকে জেলা পরিষদের জায়গা রয়েছে। জেলা পরিষদ সম্মতি দিলেই বাসষ্ট্যান্ড তৈরির কাজ শুরু করা সম্ভব হবে। বিধায়ক আরও জানান, কালিয়াগঞ্জ পুরসভার পক্ষ থেকে মাড়োয়ারিপট্টিতে একটি জায়গা চিহ্নিত করা হলেও অপরিসর জায়গার কারণে সেখানে বাসস্ট্যান্ড তৈরি করা যায়নি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের সঙ্গে আমার এবিষয়ে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, জমির ব্যবস্থা  হলেই  বাসস্ট্যান্ড নির্মাণের কাজ শুরু করা হবে।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ