বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বানারহাট থেকে শিলিগুড়ি
ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৪

সংবাদদাতা, মালবাজার: শুক্রবার গভীর রাতে বানারহাটের বিয়ে বাড়ি থেকে শিলিগুড়িতে ফেরার পথে দুর্ঘটনায় চার জনের মৃত্যু হল। মংপু ফাঁড়ি এলাকায় রুংঢুং সেতু থেকে বরযাত্রী বোঝাই গাড়িটি নীচে পড়ে যাওয়াতেই ওই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে একজন মহিলা। মর্মান্তিক ওই দুর্ঘটনায় বর-বউ সহ পাঁচজন গুরুতর জখম হন। খবর পৌঁছতেই মুহূর্তে বিয়েবাড়ির উৎসব শোকে বদলে যায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে। মৃতরা হলেন উত্তর ২৪ পরগনার তিলক মণ্ডল (৩৪), শিলিগুড়ির সাহিল শেখ (২৩) এবং শুক্লা কুণ্ডু (৫৭), কলকাতার সুশান্ত সূত্রধর (৩৮)। জখম হয়েছেন প্রতাপ গুপ্তা, পুনম ওঁরাও, নিখিল কর্মকার, রাজেশ এক্কা ও রাজু শেখ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের চিকিৎসা  চলছে। 
মাল থানার আইসি সুজিত লামা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জন জখম হয়েছেন। দু’টি মৃতদেহ আমাদের এখানে এসেছিল। আমরা ময়নাতদন্তের জন্য তা জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। অন্য দু’জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতলে মারা গিয়েছেন। পুলিসের অনুমান, গভীর রাতে ওই চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতা শুক্লাদেবীর স্বামী বিশ্বজিৎ কুণ্ডু বলেন, আমি অন্য একটি বিয়ে বাড়ি গিয়েছিলাম। রাতে আমি ঘটনার কথা জানতে পারিনি। সকালে ফোন করে জানতে পারি দুর্ঘটনায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়েই ওদলাবাড়ি হাসপাতালে চলে আসি। দেখি অ্যাম্বুলেন্সে স্ত্রীর দেহ পড়ে রয়েছে। 
পুলিস ও মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজেশ এক্কার বিয়ে উপলক্ষে শুক্রবার শিলিগুড়ির চম্পাসারি এলাকা থেকে একটি বোলেরো গাড়ি করে সবাই ডুয়ার্সের বানারহাটে গিয়েছিল। রাতে বিয়ে শেষে রাজেশবাবু বউ ও বরযাত্রী নিয়ে শিলিগুড়ির চম্পাসারিতে ফিরছিলেন। মাল ব্লকের এলেনবাড়ি পেরিয়ে কালিম্পং জেলায় প্রবেশের মুখে আচমকা একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে রুংঢুং ঝোরায় উল্টে পড়ে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। 
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কালিম্পং জেলার মংপং ফাঁড়ি ও মাল থানার এলেনবাড়ি ক্যাম্পের পুলিস। আশপাশের লোকজনও ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাঁরাই দ্রুত জখমদের উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দু’জনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে। মর্মান্তিক এই ঘটনায় চম্পাসারিতে শোকের ছায়া নেমে আসে। সকালেই ঝোরা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে পুলিস। 

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ