বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বানারহাটে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, ধৃত এক

সংবাদদাতা, মালবাজার: শুক্রবার রাতে দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে বানারহাটে। পুলিস আত্মহত্যা বললেও পরিবারের দাবি, ওই ছাত্রীকে খুন করা হয়েছে। ইতিমধ্যে পুলিস এক ছাত্রকে গ্রেপ্তার করে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি সুকান্তপল্লি এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাতে তার মা ও বাবা বাইরে ছিল। ছাত্রীটির সঙ্গে ছিল তার তিনবছর বয়সি এক ভাই। মা ও বাবা বাড়ি ফিরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দিদির কাছে থাকা ছোট ভাই তার বাবা-মাকে জানায়, তিনজন এসে দিদির হাত বেঁধে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। এরপরই বানারহাট থানায় ছাত্রীটির পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস তিন ছাত্রকে আটক করে নিয়ে আসে। শনিবার এক ছাত্রকে জুভেনাইল কোর্টে পাঠিয়েছে বানারহাট থানার পুলিস । বানারহাট থানার আইসি শান্তনু সরকার বলেন, এক ছাত্রকে গ্রেপ্তার করে কোর্টে পাঠানো হয়েছে। দু’জনকে আটক করে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ