বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

ফ্লাড সেল্টার গড়তে বরাদ্দ ৬১ লক্ষ,
গাজোলের সভা থেকে শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ইংলিশবাজার শহরে ফ্লাড সেল্টার গড়তে ৬১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন   জেলা সফরে এসে ওই ভবনের শিলান্যাস করবেন। শনিবার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী একথা জানিয়েছেন। 
কৃষ্ণেন্দুবাবু বলেন, প্রতিবছর ইংলিশবাজার শহর জলমগ্ন হয়। মহানন্দা নদীর জল শহরের কিছু এলাকায় ঢুকে যায়। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা জলমগ্ন হন। ফলে তাঁদের অনেক সমস্যা হয়। অস্থায়ীভাবে বাঁধ এলাকায় দুর্গতরা থাকেন। তাঁদের জন্য বাঁশ, বাতা, ত্রিপল দিয়ে চালাঘর তৈরি করে দেওয়া হয়। ফলে এই সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজন ছিল। পাকা ভবন একমাত্র তার সমাধান। সেই কারণে আমরা ফ্লাড সেল্টার গড়ার প্রস্তাব রাজ্যে পাঠিয়েছিলাম। রাজ্য সরকার ৬১ লক্ষ টাকা বরাদ্দ করেছে। যুব আবাস সংলগ্ন ময়দানে তিন তলা ফ্লাড সেল্টার তৈরি করা হবে। বাঁধ রোডের পাশেই তা গড়ে তোলা হবে। ওই ফ্লাড সেল্টারে ১০০টি পরিবার থাকতে পারবে। কাজের টেন্ডার হয়ে গিয়েছে। গাজোলের সরকারি সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শিলান্যাস করার পরেই কাজ শুরু হয়ে যাবে। 
উল্লেখ্য, ইংলিশবাজার শহরের দু’দিক ঘিরে রয়েছে মহানন্দা নদী। প্রতিবছরই মহানন্দা নদী দুকূল ছাপিয়ে বয়ে যায়। নদীর তীরে অনেকে বসবাস করেন। নদীগর্ভে অনেকে জবরদখল করে থাকেন। ফলে জলস্তর সামান্য বাড়লেই বাসিন্দারা জলমগ্ন হয়ে পড়েন। তখন তাঁদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। বাসিন্দারা অনেকেই আত্মীয় বাড়িতে গিয়ে ওঠেন। তবে যাঁদের যাওয়ার কোনও জায়গা নেই, তাঁরা পুরসভার অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নেন। পুরসভার তরফে স্কুল, ক্লাব সহ অন্যান্য সরকারি ও বেসরকারি জায়গায় ত্রাণ শিবির খোলা হয়। বাঁধ রোডের পাশের ফাঁকা জায়গায় ত্রিপলের ছাউনি দেওয়া অস্থায়ী ঘরও তৈরি করা হয়। সেখানে দুর্গতরা ঠাঁই পেয়ে থাকেন। সেখানে পুরসভা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফে খাবারদাবার পরিবেশন করা হয়। তা দুর্গতরা খেয়ে থাকেন। চাল, ডাল, পোশাকও দেওয়া হয়। তবে এবার ফ্লাড সেল্টার চালু হলে দুর্গতদের স্থায়ী ঠিকানা হবে। দুর্গতদের সহ঩জেই উদ্ধার করে সেখানে রাখার বন্দোবস্ত করা যাবে। ত্রাণ বিলিও সহজ হবে। তাছাড়া অস্থায়ী ত্রাণ শিবিরের তুলনায় ফ্লাড সেল্টারের নিরাপত্তা ব্যবস্থাও ভালো, নারী ও শিশুরা সেখানে সুরক্ষিত থাকবে। 

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ