বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

কাউন্সিলারের বিরুদ্ধে জমি বিক্রি
করতে বাধা দেওয়ার অভিযোগ
 ভিত্তিহীন বললেন ওই তৃণমূল নেতা

সংবাদদাতা, শিলিগুড়ি: তৃণমূলের এক কাউন্সিলারের বিরুদ্ধে জমি বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। শনিবার শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের কাছে ফোন ইন অনুষ্ঠানে ওই অভিযোগ জানিয়েছেন ২৫  নম্বর ওয়ার্ডের নাগরিক সোমা ঘোষ। যদিও ওই অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন সংশ্লিষ্ট তৃণমূল কাউন্সিলার।  
এদিন  মেয়রকে বলুন, ফোন ইন অনুষ্ঠানে সোমাদেবী অভিযোগ করেন, মিলনপল্লিতে তাঁর একটি জমি বিক্রির জন্য সব চূড়ান্ত হয়ে গিয়েছে। ক্রেতার কাছ থেকে তিনি অগ্রিম টাকাও নিয়েছেন। কিন্তু এলাকার কাউন্সিলার সেই জমি বিক্রিতে বাধা দিচ্ছেন। কাউন্সিলার তাঁর কাছে দাবি করেছেন, যে আগে  তার  জমি থেকে আরও দু’ফুট করে ছেড়ে দিয়ে রাস্তাকে  ছয়  থেকে বাড়িয়ে আট ফুট করতে হবে। তারপর যেন তিনি জমি বিক্রি করার উদ্যোগ নেন। এই অভিযোগ শোনার পর মেয়র সোমাদেবীকে  আশ্বাস দেন, এলাকায় গিয়ে তিনি কাউন্সিলার এবং সকলের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করবেন। 
এদিকে মেয়রকে বলুন ফোন ইন অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে এই অভিযোগ রাজনৈতিক মহলে চাঞ্চল্য দেখা দিয়েছে। যদিও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তথা শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান জয়ন্ত সাহা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তিনি বলেন, মেয়রের কাছে সোমা ঘোষ যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তাঁর জমি বিক্রির ক্ষেত্রে কোনও রকম হস্তক্ষেপ করিনি। তাঁর জমির সামনে ছ’ফুটের যে রাস্তা রয়েছে, তার উপর এক জায়গায় তিনি বাথরুম তৈরি করে রেখেছেন। ফলে সেই অংশে রাস্তা ছ’ফুটও নেই। এই পরিস্থিতিতে তার প্রতিবেশীরাই দাবি জানিয়েছেন আরও দু’ফুট করে জায়গা ছেড়ে দিয়ে রাস্তাটিকে আট ফুট করার। সেই দাবি তাঁরা কাউন্সিলার হিসেবে আমার কাছেও দিয়েছেন। মেয়র যখন আশ্বাস দিয়েছেন, তখন তিনি ঘটনাস্থলে এসে এই বিষয়টি দেখবেন। আমি মেয়রকে স্বাগত জানাচ্ছি। তিনি এলাকায় এলেই প্রতিবেশীদের সঙ্গে কথা বুঝতে পারবেন, কে সত্যি কথা বলছেন। 
এদিকে এদিনের অনুষ্ঠানে মাত্র ন’টি প্রশ্ন এসেছে। এর মধ্যে একটি অভিযোগ ছিল, পুরসভাকে আগে থেকে জানিয়েও অবৈধ  ছাদ ঢালাই বন্ধ করা যায়নি। এই প্রশ্নে মেয়র পুরসভার কর্মীদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি পুরসভার সচিবকে নির্দেশ দেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করার জন্য। 
অনুষ্ঠান শেষে মেয়র বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি এই বোর্ডের এক বছর পূর্তি হবে। সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে করে এক বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে। এই এক বছরের স্মরণীয় কাজ হিসেব তিনি উল্লেখ করেন, পানীয় জল প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পাওয়া। এই পানীয় জল প্রকল্পে কেন্দ্র দিবে ৩৩ শতাংশ। 
এর পাশাপাশি পুরসভার প্রশাসনিক সংস্কারকেও গত এক বছরের কাজের সাফল্য হিসেবে তিনি মনে করেন। মেয়র বলেন, সব কিছু অনলাইনে করা হয়েছে। এখন সম্পত্তি করও অনলাইনে নেওয়া হচ্ছে. এপ্রিলের মধ্যে নতুন ভবন হয়ে যাবে। স্বাস্থ্য পরিকাঠামোরও উন্নয়ন হয়েছে। ৩০টি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে।

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ