বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

কুমারগঞ্জে অভিনব কায়দায় প্রায়
৬০ লক্ষ টাকা প্রতারণা, বাড়ি ভাঙচুর
 

সংবাদদাতা, বালুরঘাট: হাতের কাজ দেওয়ার নামে অভিনব কায়দায় চার হাজারেরও বেশি মহিলার কাছ থেকে ১৫০০ টাকা করে নিয়ে বেপাত্তা কলকাতার এক প্রতারক। জমা দেওয়া টাকা ফেরতের দাবিতে মহিলাদের  বিক্ষোভ ঘিরে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা ঢিল ছোড়ে। তাতে এক পুলিসকর্মী জখম হন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিস লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেলও ফাটায় বলে অভিযোগ।  
অভিযোগ, কলকাতার এক বাসিন্দা কুমারগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে কাপড়ে পুঁতি বসানোর ব্যবসা শুরু করে। যে কেউ একটি কাপড়ে পুঁতি বসালে ৪০০ টাকা পাবেন। যদিও প্রথম অবস্থায় কাজে যোগদান করতে ১৫০০ টাকা অগ্রিম দিতে হবে। তবে কেউ কাজে অনিচ্ছুক হলে তাঁকে সেই টাকা ফেরত দেওয়া হবে। নতুন কোনও মহিলাকে কাজে যোগদান করাতে পারলে ২০০ টাকা দেওয়া হবে বলে প্রচার করা হয়। ঘটনায় ৬০ লক্ষ টাকারও বেশি প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। কুমারগঞ্জ সহ বিভিন্ন ব্লকের মহিলারা এ কাজে ১৫০০ টাকা করে দিয়ে যুক্ত হন। অনেকেই কাজ শেষ করে বুধবার সকালে কাপড় জমা দিতে গেলে জানিয়ে দেওয়া হয়, যিনি কাজ দিয়েছেন, তিনি ফোন তুলছেন না। বিষয়টি প্রকাশ্যে আসতেই কয়েক হাজার মহিলা জমায়েত হয়ে টাকা ফেরতের দাবি জানান। পুলিস সুপার রাহুল দে বলেন, পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু হয়েছে। বাড়ির মালিক বলেন, ওই ব্যক্তি বাড়ি ভাড়া নিয়েছিল। আমাকে বলেছিল মহাজনকে টাকা দেওয়ার জন্য বাড়ি যাচ্ছে। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ