বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বিভিন্ন প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরা
লাগানোর পরামর্শ জেলা পুলিসের

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, দোকানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর উপরে জোর দিচ্ছে পুলিস। ব্যবসায়ী সংগঠন, ব্যাঙ্ক, হাসপাতাল সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে পুলিস এ ব্যাপারে বৈঠকও করেছে। সেইসঙ্গে থানাগুলিকেও তাদের নিজেদের এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিসি ক্যামেরা লাগাতে বলা হচ্ছে। এক্ষেত্রে দুষ্কৃতীদের উপরে নজরদারি চালানোর পাশাপাশি দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতেও পুলিসের সুবিধা হবে। কোনও এলাকায় দুর্ঘটনার সংখ্যা বাড়লে, সেই জায়গা চিহ্নিত করে সেখানেও সিসি ক্যামেরা লাগানোর উপরে জোর দেওয়া হচ্ছে। এটা হলে দুষ্কৃতীদের চিহ্নিতকরণে পুলিসের কাজে অনেকটাই সুবিধা হবে। কোচবিহার জেলাজুড়ে পুলিস প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২০০টি সিসি ক্যামেরা ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে। পুলিসের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও যাতে তাদের নিজেদের জায়গাকে সিসি ক্যামেরার নজরদারির আওতায় নিয়ে আসে, তাই এই উদ্যোগ নিয়েছে পুলিস। 
গত দুই-আড়াই মাসে কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকায় পরপর সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিস ওই ঘটনায় জড়িতদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি। দুষ্কৃতীরা বাইরের রাজ্য কিংবা জেলা থেকে এসে অপরাধ সংগঠিত করছে বলে সন্দেহ তদন্তকারী অফিসারদের। কোচবিহারের অতিরিক্ত পুলিস সুপার কুমার সানিরাজ বলেন, জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলি চিহ্নিত করে আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকেও তাদের উদ্যোগে ক্যামেরা লাগাতে বলা হয়েছে। সোনার দোকান, ব্যাঙ্ক, ব্যবসায়ী সংগঠন, হোটেল, শপিংমল, হাসপাতাল প্রভৃতি জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। জেলার সমস্ত থানাই ওসব প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠক করেছে। দেখা গিয়েছে, অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের দোকানে, অফিসে ক্যামেরা ইনস্টল করেছে, কিন্তু আমরা বলেছি প্রতিষ্ঠানের বাইরের দিকেও যাতে পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা লাগানো হয়। সোনার দোকানে চুরির ঘটনাগুলির তদন্ত চলছে। তবে ওসব ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, পুলিসে পক্ষ থেকে জেলাজুড়ে ব্যবসায়ী সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠানের চৌহদ্দিতে সিসি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে। অনেক ব্যবসায়ীই এ কাজে এগিয়ে এসেছেন। 

26th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ