বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

গঙ্গারামপুরের চেঁচড়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রামপাড়া চেঁচড়া এলাকায় ধান কাটার কাস্তে দিয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম গণেশ মুর্মু(২৮)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রামপাড়া চেঁচড়া এলাকায় শ্রমিকরা জমিতে ধান কাটার কাজ করছিলেন। সেই সময় এক যুবক শ্রমিকদের কাছে ধান কাটার নাম করে কাস্তে নিয়ে হটাৎ নিজের গলায় চালিয়ে দেন বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় রামপাড়া ফাঁড়িতে। পুলিস ও শ্রমিকরা যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। সেইসঙ্গে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

27th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ