বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

অঙ্গনওয়াড়িতে শিশুদের মাথাপিছু
বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারকলিপি

সংবাদদাতা, চাঁচল: মালদহের হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের মাথাপিছু বরাদ্দ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এনিয়ে তাঁরা ব্লক শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরের অধিকারিক অনুপ সরকারের হাতে স্মারকলিপি তুলে দেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, শিশুদের মাথা প্রতি ডিমের জন্য পাঁচ টাকা করে বরাদ্দ করা হয়। কিন্তু বর্তমানে একটি ডিমের দামই সাত টাকা। এরপর আলু, তেল সহ মশলায় আরও খরচ রয়েছে। জ্বালানি খরচ সহ আরও অন্যান্য খরচ আছে। 
যেগুলি কোনওমতেই বাকি পয়সায় করা সম্ভব হচ্ছে না। সঠিক সময় বিল পাওয়া যাচ্ছে না। ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অবিলম্বে যাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি সহ ও সঠিক সময়ে বিল দেওয়া হয় তার দাবি করা হয়েছে। সিডিপিও অনুপ সরকার বলেন, সমস্ত দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। 

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ