বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের
‘ভুয়ো’ নেতা গ্রেপ্তার, শোরগোল

সংবাদদাতা, বালুরঘাট: তৃণমূল কংগ্রেসের যুব নেতা বলে পরিচয় দেওয়া  এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় শোরগোল পড়েছে জেলাজুড়ে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় দিলেও তাঁর সঙ্গে দলের কোনও যোগ নেই। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের তরফে অভিযোগ দায়ের হতেই পুলিস বুধবার স্বপন মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে কলকাতা থেকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন তাঁকে তৃণমূলের একাধিক কর্মিসভায় দেখা গিয়েছে বলে অভিযোগ। গত মঙ্গলবার ওই ব্যক্তিকে নিয়ে যাঁরা তপনে সভার আয়োজন করেছিলেন, তাঁদের তালিকা তৈরি করে ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। ওই সভায় জেলা সভাপতির বিরোধী গোষ্ঠী বলে পরিচিত কয়েকজন হাজির ছিলেন। 
তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উজ্জ্বল বসাক বলেন, আমরা পুরো বিষয়টি দেখছে। রাজ্য নেতৃত্ব যা নির্দেশ দেবে সেই মতোই কাজ করব। বালুরঘাট জেলা আদালতের আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, স্বপন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করেছে। এদিন বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বলা বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রবল আকার ধারণ করছে। একদিকে জেলা পরিষদ, অন্যদিকে দলের বিপক্ষে গিয়ে পাল্টা কর্মিসভা আয়োজন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। স্বপন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে ঘিরে জেলার রাজনীতি সরগরম। ওই ব্যক্তিকে জেলা নেতৃত্ব ‘ভুয়ো’ বলে দাবি করলেও এদিন কোর্ট থেকে নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত বলেন, ‘আমি পুরোপুরি নির্দোষ’।

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ