বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

ফুটবল ও দুর্গাপুজোর আয়োজনেও থাকে চমক]
ময়নাগুড়িতে সমাজসেবায় নিরন্তর
কাজ করে চলেছে সানরাইজ ক্লাব

সংবাদদাতা, ময়নাগুড়ি: চার দশক ধরে মানব সেবায় নিয়োজিত ময়নাগুড়ির সানরাইজ ক্লাব। ১৯৭১ সালে স্থাপিত হয় ময়নাগুড়ি দেবীনগর পাড়ার সানরাইজ ক্লাব। ক্লাবের সদস্য সংখ্যা ২৫০ জন। সানরাইজ ক্লাব প্রতিবছরই বড় মাপের ফুটবলের আসর বসায় শহরে। এই ক্লাবের দৌলতে একসময়কার তাবড় তাবড় ফুটবলাররা শহরে পা ফেলেছেন। অতীতে চুনি গোস্বামী, বাইচুং ভুটিয়া, চিমা অকেরো, শ্যাম থাপার মত বহু স্বনামধন্য ফুটবলাররা এসেছেন। যাঁদের দেখতে ভিড় উপচে পড়ে ফুটবল ময়দানে। সমাজসেবামূলক নানা কাজে এগিয়ে সানরাইজ ক্লাব। এলাকার মানুষের যাতে কোনও ধরনের অসুবিধে না হয়, তারজন্য ক্লাবের পক্ষ থেকে বেশকিছু নাগরিক পরিষেবা শুরু করা হয়েছে। শববাহী গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকে ক্লাব কর্তৃপক্ষ। ময়নাগুড়ির গর্ব সানরাইজ ক্লাব জলপাইগুড়ি জেলার মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো উপহার দিয়ে থাকেন ডুয়ার্সবাসীদের। এই ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করেন ময়নাগুড়ির বাসিন্দারা।
ক্লাবের যুগ্ম সম্পাদক ঝুলন সান্যাল, তুহিনকান্তি চৌধুরী বলেন, মানুষজনদের সেবাকেই হাতিয়ার করে আমাদের ক্লাবের পথ চলা। ময়নাগুড়িতে বিগ বাজেটের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মানবসেবায় সারাবছর কাজ করে চলেছে আমাদের ক্লাব। মানুষের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার আমরা দিয়ে থাকি। আমাদের ক্লাবের নিজস্ব অ্যাম্বুলেন্সও রয়েছে। বিনামূল্যে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আমাদের ক্লাবের পক্ষ থেকে নেশায় আসক্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়ে থাকে। এখনও পর্যন্ত নেশায় আসক্ত ৪০ জনকে সুস্থ করে নিয়ে আসা হয়েছে। প্রতিবছর দুর্গাপুজোয় আমরা ময়নাগুড়িবাসী তথা ডুয়ার্সবাসীদের নতুনত্ব কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। দুর্গাপুজোর বিসর্জন ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওড়িশা, মহারাষ্ট্র ,অসম থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। করোনার সময় টানা দু’বছর ক্লাবের পক্ষ থেকে মিনি কিচেনের আয়োজন করা হয়েছিল। যেখানে বিনামূল্যে দুঃস্থদের খাওয়ানো হয়। এছাড়াও জলপাইগুড়ি জেলায় রক্তের সঙ্কট মেটাতে প্রতিবছর রক্তদান শিবিরেরও আয়োজন করি। এবছর আমাদের পুজোর থিম ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস’। ব্যান্ডেলের শিল্পীদের দ্বারা তৈরি এই থিম এবছরও ডুয়ার্সবাসীদের আকর্ষণীয় করে তুলবে। ক্লাবের যুগ্ম সম্পাদক তুহিনকান্তি চৌধুরী আরও বলেন, মানব সেবায় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা। যে কোনও লোকের সহযোগিতায় আমাদের ক্লাব পাশে দাঁড়ায়। আমাদের ক্লাবের প্রত্যেক সদস্য মানুষের সেবায় নিয়োজিত। সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে জেলায় আমরা পুরস্কৃত হয়েছি। দুর্গাপুজোয় প্রতিবছর আমরা অন্যতম সেরা পুজোর শিরোপা লাভ করি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুরস্কারও পেয়েছি। ক্লাবের পক্ষ থেকে ফুটবল খেলার পাশাপাশি দাবা খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহালয়ার সময় আমাদের ক্লাবের পক্ষ থেকে আগমনী নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একদিকে যেমন খেলাধুলোর প্রসার বৃদ্ধি নিয়ে আমরা এগিয়ে চলেছি, অপরদিকে দুঃস্থদের সেবা করার জন্য আমরা সর্বতভাবে তাঁদের রয়েছি। পাশাপাশি মানসিক অবসাদগ্রস্ত যাঁরা রয়েছেন, তাঁদের সুস্থভাবে সমাজ জীবনে ফিরিয়ে আনতে কলকাতায় চিকিৎসা করাতেও পাঠানো হয়। সানরাইজ শুধু একটি মাত্র ক্লাব নয়, এটা ময়নাগুড়ির বুকে মানব সেবার ক্লাব।

1st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ