বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

সাইকেল চেপে ১৯ রাজ্য ভ্রমণ সেরে 
ফিরলেন কলেজ ছাত্র নিখিল সরকার

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার-১ ব্লকের গয়েরগাড়ি গ্রামের কলেজ পড়ুয়া নিখিল সরকার সাইকেলে চেপে ভারত ভ্রমণ করে কোচবিহারে ফিরলেন। কোচবিহার বিটি ইভিনিং কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র নিখিল এনসিসি ক্যাডেট। গত ১১ অক্টোবর কোচবিহারের সাগরদিঘি চত্বর থেকে তিনি সাইকেলে যাত্রা শুরু করেছিলেন। ৯৯ দিন পর তিনি মঙ্গলবার কোচবিহারে ফিরে আসেন। এই সময়ের মধ্যে তিনি দেশের ১৯টি রাজ্য পাড়ি দেন। মোট ১০ হাজার কিমি সাইকেল চালিয়েছেন। বুধবার সকালে কোচবিহারের সাগরদিঘি সংলগ্ন এলাকায় নিখিল সরকারকে সংবর্ধনা দেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান তথা কোচবিহারের প্রাক্তন এমপি পার্থপ্রতিম রায়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাহুল রায়। 
নিখিল বলেন, ছোটবেলা থেকেই দেশ ঘোরা ও দেখার ইচ্ছে ছিল। অন্য কোনও যানবাহনে গেলে সবকিছু দেখতে পারব না। তাই সাইকেলে চেপেই দেশ দেখতে বেরিয়েছিলাম। এ জন্য আমার দাদা আর্থিকভাবে সাহায্য করেছেন। আত্মীয়স্বজনরাও সহায়তা করেছেন। কোথাও হোটেলে, কোথাও থানায় কোনও জায়গায় আবার সাধারণ মানুষের বাড়িতে রাতে থেকেছি। নিজের দেশকে কাছ থেকে দেখে ভালো লেগেছে। পার্থবাবু বলেন, কোচবিহারের প্রত্যন্ত একটি গ্রামের কৃষক পরিবারের ছেলে নিখিল সরকার তিনমাস ধরে সাইকেলে চেপে দেশের ১৯টি রাজ্য ঘুরে আবার কোচবিহারে ফিরে এসেছেন। ২১ বছরের ছেলেটি একাই ১০ হাজার কিমি সাইকেলে ঘুরে যে সাহস দেখিয়েছেন তা আমাদের অবাক করেছে। তাই ওঁকে আমরা সংবর্ধনা জানিয়েছি। আমরা ওঁর জন্য গর্বিত। নিখিলের দাবি, কোচবিহার থেকে সাইকেলে রওনা দিয়ে তিনি প্রথমে সিকিমে যান। সেই সময় তাঁর সঙ্গে তাঁর এক বন্ধু রওনা দিয়েছিলেন। কিন্তু, অসুস্থ হয়ে পড়ায় তিনি ফিরে আসেন। নিখিল একাই এগিয়ে যান। একে একে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা হয়ে পশ্চিম ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে তিনি আবার এ রাজ্যে ফিরে আসেন। তাঁর দাবি, এই ভ্রমণ তাঁর ব্যক্তিগত উদ্যোগে। নিখিলের এই পদক্ষেপে খুশি তাঁর বন্ধুরাও। 

20th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ