বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

ডিমের উৎপাদন বাড়াতেই তিন
লক্ষ হাঁস-মুরগি বিলি করা হবে

সংবাদদাতা, গাজোল: রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী ডিমের উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে বলেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন, আমাদের রাজ্যে যে পরিমাণ ডিমের চাহিদা তা মেটাতে দক্ষিণের একাধিক রাজ্য থেকে ডিম আমদানি করতে হয়। সেই নির্দেশমতো ডিমের  উৎপাদন বাড়াতে উদ্যোগী হয়েছে মালদহ জেলা প্রাণিসম্পদ দপ্তর। তারা জেলায় প্রায় তিন লক্ষ হাঁস মুরগি বিলি করার সিদ্ধান্ত নিয়েছে। জেলার ১৫টি ব্লকে ধাপে ধাপে এগুলি বিতরণ করা হবে। ২০২১-২০২২ অর্থবর্ষে ২ লক্ষ ৪৬ হাজার ৪৩০টি মুরগি, ১২ হাজার ৯৮০টি হাঁসের বাচ্চা বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৩৪৬৫টি ছাগল এবং অসহায় কৃষকদের ১২৮টি গোরু বিলি করার কর্মসূচি নেওয়া হয়েছে। এতে প্রাণিসম্পদ দপ্তরের মোট ৬ কোটি টাকা খরচ হবে। 
ইতিমধ্যেই চলতি মরশুমে ৮৫ হাজার মুরগি এবং ২৫০০ হাঁসের ছানা, ১০টি গোরু বিলি করা হয়েছে। ছাগল বিলির টেন্ডার সম্পূর্ণ হয়েছে। আগামী মাসের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। এতে  ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলার গরিব পরিবারগুলির অার্থিক উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারগুলি পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। মালদহ জেলা বণিকসভা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তবে তারা দপ্তরকে সঠিকভাবে বিলির অনুরোধ করেছে। মালদহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপঅধিকর্তা উৎপলকুমার কর্মকার বলেন, জেলায় বিপুল পরিমাণে মুরগি সহ হাঁস ও ছাগল বিলি করা হবে। তার সঙ্গে এবার নতুন করে গোরু দেওয়ার কর্মসূচি রয়েছে। রাজ্যে বেশিরভাগ ডিম আসে অন্ধপ্রদেশ ও হায়দরাবাদ থেকে। তাই ডিমের উৎপাদন বৃদ্ধির প্রাথমিক লক্ষ্য রয়েছে আমাদের। তাই মালদহে এর আগের বছর চার লক্ষের বেশি মুরগি আমরা দিয়েছি। এবারও প্রায় তিন লক্ষ মুরগি দেওয়া হবে। আজ থেকে ঠিক ছয় মাস পরে প্রতিদিন সেখান থেকে প্ৰচুর পরিমাণ ডিম আমরা পাব। তাহলে বাইরের রাজ্যগুলির উপর ভরসা কম করতে হবে। খরচও কম হবে। বাড়িতে যে খাবার রয়েছে তা এবং বাইরের অল্প খাবার দিয়ে সেগুলি পালন করা যাবে। একটি পরিবার পাঁচটি মোরগ এবং পাঁচটি মুরগি পাবে। মোরগ থেকে মাংসের চাহিদা মিটবে। বাকি পাঁচটি মুরগি ছয় মাস পরে ডিম পাড়বে। যদি সেগুলি প্রতিদিন চারটে করে ডিম দেয়, তাহলে তাঁরা বাজারে বিক্রি করতে পারবেন। পরিবারের পুষ্টির চাহিদাও মিটবে। এককথায় গরিব মানুষ প্ৰত্যক্ষ ও পরোক্ষভাবে সুবিধা ভোগ করতে পারবে। জেলার জন্য এটা খুব ভালো হবে। মালদহ বণিকসভার সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, এত পরিমাণ মুরগি বিলি করা হচ্ছে, এটা ভালো উদ্যোগ। দপ্তরকে সাধুবাদ জানাচ্ছি। তবে বণিকসভার পক্ষ থেকে আমাদের অনুরোধ থাকবে, সঠিক মানুষের হাতে ছানা বিলি করতে হবে। প্রসঙ্গত, রাজ্যে বছরে চাহিদা ১৪৪০ কোটি ডিম।  রাজ্যে এত ডিম উৎপাদন হয় না। বর্তমানে ৫৫১ কোটি ডিম উৎপাদিত হচ্ছে। স্বাভাবিকভাবে বিপুল পরিমাণ ডিমের ঘাটতি রয়েছে রাজ্যে। সেজন্য ডিমের উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়েছে সরকার। তাই অন্যান্য জেলার মতো মালদহেও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

20th     January,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ