বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

গাছ কেটে বিক্রি, অভিযুক্ত মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের লাগানো বাগানের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠল। এ ঘটনাকে ঘিরে বুধবার রাতে গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা কাটা গাছ নয়ারহাট ফাঁড়ির পুলিসের হাতে তুলে দেয়। পুলিস গাছগুলি বাজেয়াপ্ত করে ফাঁড়িতে নিয়ে যায়। যদিও পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। 
নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশচন্দ্র বর্মন বলেন, বাম আমলে চোঙারখাতার খাগড়িবাড়িতে প্রায় দেড়বিঘা জমিতে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গাছ লাগানো হয়েছিল। সেই গাছ এখন অনেকটাই বড় হয়েছে। বাগানের কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়ার সময়ে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা আটক করেন। পুলিস ওসব বাজেয়াপ্ত করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। 
যাঁর বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত সমিতির সেই পূর্ত কর্মাধ্যক্ষ রত্না বর্মনের স্বামী সুশীল বর্মন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। নয়ারহাটে বেশকিছু দিন ধরে একদল দুষ্কৃতী নানাভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। ওরাই সরকারি বাগানের গাছ এর আগেও কেটে বিক্রি করেছে। এ ক্ষেত্রেও তাই হয়ে থাকতে পারে। স্থানীয় কিছু লোক আমার বদনাম করতেই এমন অভিযোগ তুলেছে। 
মাথাভাঙা-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন বলেন, নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বাগানের গাছ কেটে বিক্রি করার ঘটনা শুনেছি। ওই ঘটনার সঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী সত্যিই জড়িত কি না, সেই ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। 
প্রসঙ্গত, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে। গোষ্ঠী কোন্দলের সুযোগে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ওই বাগান থেকে এর আগেও বেশকিছু গাছ কেটে বিক্রি করেছিল দুষ্কৃতীরা। বুধবারও গামারি সহ বিভিন্ন ধরনের মোট পাঁচটি গাছ কেটে বিক্রি করার জন্য ভুটভুটিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ে স্থনীয়রা ভুটভুটিটি আটকে দেন। যারা গাছ নিয়ে যাচ্ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন। গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা সুশীল বর্মনের নির্দেশেই ওই গাছ কাটার কথা ভুটিভুটি ভাড়া নেওয়া লোকজন জানায়। এর পরেই গ্রামবাসীরা পুলিসকে খবর দেন। নয়ারহাট ফাঁড়ির পুলিস জানিয়েছে, ওসব গাছ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।  

3rd     December,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ