বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

হলোগ্রাম ছাড়া ই-রিকশর
চলাচল বন্ধ আজ থেকে
ইংলিশবাজার ও পুরাতন মালদহ

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আজ, মঙ্গলবার থেকে ইংলিশবাজার এবং পুরাতন মালদহ শহরে পরিবহণ দপ্তরের হলোগ্রাম ছাড়া কোনও ই-রিকশ চলাচল করতে পারবে না। এদিন থেকে পুলিস শহর জুড়ে নাকা চেকিং শুরু করবে। অনুমতিবিহীন ই-রিকশ দেখলেই আটক করা হবে বলে পুলিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি নিয়ে মালদহ সদর ট্রাফিক পুলিসের তরফে মাইকিং করা করা হয়। মালদহের অতিরিক্ত জেলাশাসক (পরিবহণ) বৈভব চৌধুরী বলেন, জেলা পরিবহণ দপ্তরের নিয়ম মেনে যানবাহন চালানোর জন্য প্রশাসনের তরফে ই-রিকশ চালকদের আগেই বলে দেওয়া হয়েছিল। এবার পুলিস ময়দানে নেমে বিষয়টি নিয়ন্ত্রণ করবে। মালদহ সদর ট্রাফিকের ওসি বিটুল পাল বলেন, দুই শহরে যাত্রী পরিবহণের জন্য ই-রিকশ মালিকদের পরিবহণ দপ্তরের অনুমতি নিতে হবে। তা না থাকলে আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নেব। উল্লেখ্য, মালদহে টোটো বা ই-রিকশর দাপটে পথচলতি মানুষের নাভিশ্বাস উঠছে। অভিযোগ, সিংহভাগ টোটো চালক প্রশাসন নির্দেশিত রুট ও ভাড়ার বিষয়টি মানেন না বলে অভিযোগ। রুট নিয়ে টোটো চালকরা নিজেদের মধ্যে মাঝেমধ্যেই গণ্ডগোলে জড়িয়ে পড়েন। মালদহ টাউন রেল স্টেশনের বাইরে প্রায় প্রতিদিনই বিষয়টি নিয়ে টোটো চালকদের মধ্যে বচসা হয়। যাত্রীদের কাছ থেকে টোটো চালকরা ইচ্ছেমতো ভাড়া নেন। রাতে তিন-চারগুণ ভাড়া ছাড়া যাত্রীদের টোটোয় তোলা হয় না। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই শহরবাসী ক্ষোভ জানিয়ে আসছিলেন। কিন্তু ই-রিকশর সংখ্যা বেশি থাকায় পুলিস এবং প্রশাসনের তরফে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে পরিবহণ দপ্তর এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে। তা আজ থেকে কার্যকর করা হচ্ছে। আঞ্চলিক পরিবহণ দপ্তরের তরফে বৈধ ই-রিকশ চালকদের একটি করে হলোগ্রাম দেওয়া হবে। তা তাঁদের যানবাহনের সামনে সাঁটিয়ে দিতে হবে। পুলিস ওই হলোগ্রাম দেখে সংশ্লিষ্ট ই-রিকশর পথ ছেড়ে দেবে। এর পাশাপাশি ই-রিকশর মালিককেই গাড়ি চালাতে হবে। এর আগে অনেকে একাধিক ই-রিকশ কিনে বেতনভুক চালক রেখে তা চালাতেন। দৈনিক কমিশনের ভিত্তিতেও চালকদের ই-রিকশ দিয়ে দেওয়া হতো। কিন্তু এবার থেকে তা আর হবে না। মালিককেই যাত্রী পরিবহণ করতে হবে। নতুন ব্যবস্থায় শহরে টোটোর দাপট কমবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। সেক্ষেত্রে বিষয়টি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে সহজেই টোটো শনাক্ত করা যাবে।

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ