বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

লাগবে না স্বাস্থ্যসাথীর কার্ড, পর্যটকদের
সুবিধায় আরও হেল্প ডেস্ক চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য লাগবে না স্বাস্থ্যসাথী কার্ড। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন এলাকায় হেল্প ডেস্ক চালু করার কথা জানিয়েছেন। এছাড়া, আরও সুস্বাস্থ্য কেন্দ্র গড়া এবং আশা কর্মী নিয়োগ করার কথা জানিয়েছেন।
এদিন বৈঠকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ২৭ লক্ষ আবেদনকারীকে এখনও সুবিধা দেওয়া যায়নি। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্বাস্থ্যসাথী কার্ড কিংবা এসসি ও এসটি সার্টিফিকেট না থাকায় তাঁদের সুবিধা প্রদান করা সম্ভব হয়নি। এজন্য বাড়ি বাড়ি গিয়ে ওই আবেদনকারীদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্বাস্থ্যসাথী কার্ড এবং এসসি ও এসটি সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে। নভেম্বর মাসের মধ্যেই তাঁদের সুবিধা প্রদান করা হবে।এরপরই মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই। যার কাছে রেশন কার্ড আছে, তিনি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, গ্রামের সাব সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়ন করে সুস্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হচ্ছে। সেগুলি থেকে টেলিমেডিসিন পরিষেবা প্রদান করা হবে। এজন্য আরও আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে জেলাশাসকদের চেয়ারম্যান করে নিয়োগ কমিটি গড়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলেন, ইতিমধ্যে রাজ্যে ১০হাজার ৩৬৭টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়া হয়েছে। শীঘ্রই ১৫হাজার সুস্বাস্থ্য কেন্দ্র গড়া হবে। বৈঠকে মুখ্যসচিব বলেন, এবার থেকে পথসাথী ও কর্মতীর্থ এলাকায় বাসস্টপ চালু করা হয়েছে। তাতে পথসাথী ও কর্মতীর্থে লোকসমাগম বাড়ছে। শীঘ্রই কর্মসংস্থানের উদ্দেশ্যে ১২ হাজার কর্মতীর্থ স্টল স্বনির্ভর গোষ্ঠীকে প্রদান করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন, বিমানবন্দর, রেলস্টেশন, বাসস্টপ প্রভৃতি এলাকায় পর্যটকদের জন্য হেল্প ডেস্ক চালু করা হবে। এতে পর্যটকদের সুবিধা হবে।    

26th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ