বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

মেয়েকে  নার্সিং পড়াতে না
পেরে বাবা আত্মঘাতী

সংবাদদাতা, পতিরাম: বাবার স্বপ্ন ছিল মেয়েকে নার্সিং পড়ানোর। বাবার স্বপ্নপূরণ করতে উচ্চ মাধমিক পরীক্ষা দেওয়ার পরেই নার্সিংয়ের জন্য আবেদন করেছিলেন মেয়ে। ১৮ অক্টোবর তাঁর সিলেকশন ছিল। এদিকে নার্সিং পড়তে প্রচুর খরচ জানার পর থেকে চিন্তায় পড়ে গিয়েছিলেন বাবা। সেই থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মেয়ের স্বপ্নপূরণে ব্যর্থ হয়ে অবশেষে আত্মঘাতী হলেন বাবা। এমনটাই অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের কালিকাপুর গ্রামে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রতন চৌধুরী (৪০)। পেশায় তিনি মুদি ব্যবসায়ী। পাশাপাশি ইলেকট্রিকের কাজ করতেন। রবিবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিস।  মৃতের এক নিকটাত্মীয় সনাতন চৌধুরী বলেন, রতনের মেয়ে নার্সিংয়ের জন্য আবেদন করেছিল। নার্সিং পড়ার টাকা কোথা থেকে জোগাড় করবে তা নিয়ে ও চিন্তায় ছিল। আর এ নিয়েই মানসিক অবসাদে ভুগছিল। যার জেরে শনিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। আত্মহত্যা সবকিছুর সমাধান নয়। অনেকে এই বিষয়গুলি মানিয়ে চলে। রতন মানতে পারেনি।

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ