বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বাজি ফাটানোর প্রতিবাদ, প্রহৃত মহিলা আইনজীবী
রাস্তায় ফেলে পেটানো হল বাবাকেও

সংবাদদাতা, পতিরাম: দশমীর রাতে বাড়ির সামনে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় এক মহিলা আইনজীবী ও তাঁর বাবাকে স্থানীয় কয়েকজন যুবক বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম ওই আইনজীবী ও তাঁর বাবাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের উত্তমাশা এলাকায়। শনিবার রাতে ওই ঘটনায় বালুরঘাট থানায় মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিস তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিস সুপার রাহুল দে বলেন, শনিবার রাতে বালুরঘাট থানায় এক আইনজীবী অভিযোগ দায়ের করেছেন। পুলিস মামলা রুজু করেছে। ওই ঘটনায় যারা যুক্ত, তাদের সকলকেই পুলিস গ্রেপ্তার করবে। এবিষয়ে ওই মহিলা আইনজীবী বলেন, দশমীর দিন সন্ধ্যা থেকেই কয়েকজন যুবক আমার বাড়ির সামনে নিষিদ্ধ শব্দবাজি ফাটাচ্ছিল। প্রথমে কিছু না বললেও পরে প্রতিবাদ করি। রাতের বেলা তারা ফের এসে বাড়ির সামনে শব্দবাজি ফাটাতে থাকে। বিষয়টি নিয়ে বাবা প্রতিবাদ করতে গেলে ওরা তাঁকে রাস্তায় ফেলে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। বাবাকে বাঁচাতে আমি ও আমার দিদি বেরিয়ে এলে আমাদেরও রাস্তায় ফেলে মারধর করে ওরা। আমাকে রাস্তা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনায় আমি ও বাবা গুরুতর জখম হয়েছি। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যাতে ভবিষ্যতে বালুরঘাটে এ ধরনের ঘটনা না ঘটে। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিদ্যুৎ রায় বলেন, শব্দবাজি এমনিতেই নিষিদ্ধ। তার উপর ওই পরিবার একটু সমস্যায় রয়েছে। বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরিবারের সকলকে মারধর করা হয়েছে।  আমরা পুলিস প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে।  পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আইনজীবীর বাড়ি উত্তমাশা এলাকায়। তিনি বালুরঘাট জেলা আদালতে প্র্যাকটিস করেন।  শুক্রবার বিকেলে ওই এলাকায় একটি পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই শব্দবাজি ফাটানো হচ্ছিল। অভিযোগ, স্থানীয় কয়েকজন যুবক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই আইনজীবীর বাড়ির সামনে বাজি ফাটাতে থাকে। সেই সময় প্রতিবাদ করায় তারা চলে যায়। কিন্তু ফের এসে বাজি ফাটাতে শুরু করলে ওই আইনজীবীর বাবা বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করতেই যুবকরা তাঁর উপর হামলা চালায়। তাঁকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র, রড দিয়ে মারধর করে করে। ওই আইনজীবী ও তাঁর দিদি বাবাকে বাঁচাতে গেলে তাঁদেরকেও রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয়রা ছুটে এসে আইনজীবী ও তাঁর বাবাকে উদ্ধার করে বালুরঘাট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ওই আইনজীবী বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর বাবা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস রবিবার সকালে এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।  এদিকে, শব্দবাজি নিষিদ্ধ থাকলেও বিসর্জনের দিন গোটা বালুরঘাটেই বিভিন্ন জায়গায় দেদার বাজি ফাটানো হয় বলে অভিযোগ। এতে বিশেষ করে বয়স্করা সমস্যায় পড়েন। তবে এনিয়ে পুলিসকে কোথাও কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি বলে বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেছেন। 

18th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ