বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

আত্রেয়ী খাঁড়ির পাড় দখল করেই
তৈরি হচ্ছে বাড়ি, উদাসীন প্রশাসন

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট শহরে আত্রেয়ী ও ডাঙা খাঁড়ি দখল করে বড় বড় পাকা বাড়ি তৈরি হলেও প্রশাসন নিশ্চুপ থাকায় প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের অভিযোগ, শহরের প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের সাথে যোগসাজশ করে আত্রেয়ী খাঁড়ি দখল করে বহুতল ফ্ল্যাট তৈরির কাজ শুরু করলেও প্রশাসন থেকে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। খাঁড়ির প্রায় অর্ধেক অংশ প্রমোটাররা দখল করে গার্ডওয়াল দিয়ে কাজ শুরু করেছে। এর আগে সেই স্থানে বেশ কয়েকটি ফ্ল্যাট ও কিছু বাড়ির পিছনে খাঁড়ি দখল করার অভিযোগ ওঠে। যদিও আজ পর্যন্ত এনিয়ে প্রশাসন পদক্ষেপ তো দূর ঘটনার কোনও তদন্ত পর্যন্ত করেনি। বাসিন্দাদের অভিযোগ, একটি বিল্ডিং খাঁড়ি দখল করে তৈরি হয়। সেই বিল্ডিংয়ের পিছনের অনেকটা অংশ ইতিমধ্যেই বসে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ, ওই বিল্ডিংটি খাঁড়ি দখল করে তৈরি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বিবেক কুমার বলেন, আমাদের কাছে এর আগে খাঁড়ি দখল করে বাড়ি তৈরির অভিযোগ এসেছিল।অভিযোগ আসা মাত্র আমরা তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করেছি। হিলি মোড়ে খাঁড়ি দখল করে যদি বাড়ি বানানো হয়ে থাকে সেই বিষয়ে আমরা তদন্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করব। জেলা সেচদপ্তরের আধিকারিক স্বপন বিশ্বাস বলেন, ভূমি দপ্তরের দায়িত্ব জায়াগা চিহ্নিত করার। তারা জায়গা চিহ্নিত করলে আমরা বুঝতে পারব আমাদের কতখানি জায়গা দখল হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মধ্যদিয়ে আত্রেয়ী খাঁড়ি প্রবাহিত হয়েছে। সম্প্রতি হিলি মোড়ে বেশকিছু পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি করছে কিছু প্রভাবশালী প্রমোটার। অভিযোগ,  তারা যে পরিমাণ জায়গা ক্রয় করেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ জায়গা খাঁড়ির দিকে গার্ডওয়াল দিয়ে দখল করে নিয়েছে।সেই গার্ডওয়ালগুলি মাটি দিয়ে ভরাট করে তার উপরে বহুতল বাড়িগুলি তৈরি করা হচ্ছে। কয়েক বছর আগে একই ভাবে একটি বহুতল বানানো হয়েছে। তা খাঁড়ির অর্ধেক দখল করে করা হয়েছে। বহুতলটির পাশে বেশ কয়েকটি বাড়িও খাঁড়ি দখল করে করা হয়েছে। বিষয়টি নিয়ে সেচদপ্তর ও জেলা প্রশাসন নিশ্চুপ থাকায় ক্রমশ খাঁড়ির জায়াগা চুরি হয়ে যাচ্ছে।

28th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ