বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বাগিচাপুরে সরকারি পুকুর
নিয়ে দু’পক্ষের বিবাদ

সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরে সরকারি পুকুরের দখল নিয়ে গ্রামের দু’পক্ষের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের উখোলী এলাকায় সরকারি ছয় বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। এধরনের পুকুরের মালিকানার ক্ষেত্রে মৎস্য সমবায় সমিতি ও স্থানীয় স্বনির্ভর দলের অগ্রাধিকার থাকে। বিগত দিনে গ্রামের এক ব্যক্তির নামে কয়েকজন স্থানীয় বাসিন্দা পঞ্চায়েত থেকে পুকুরটি টেন্ডার নিয়ে মাছ চাষ করত। বর্তমানে নিয়ম পরিবর্তন হওয়ায় পঞ্চায়েত স্থানীয় দুটি স্বনির্ভর গোষ্ঠীকে পুকুরে মাছ চাষ করার বরাত দিয়ে লিখিত কাগজ দিয়েছে। কিন্তু মাছ চাষ করতে বাধা দেয় বিরোধী পক্ষ। শনিবার দু’পক্ষকে হরিরামপুর থানা চত্বরে মীমাংসায় জন্য ডাকা হয়। কোনও পক্ষ পুকুরে নামতে পারবে না বলে স্থানীয় নেতৃত্ব ও পুলিস নিদান দেয়। বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গুলজার আলম বলেন, পঞ্চায়েতে আইন মেনে সরকারি পুকুর অগ্রাধিকারের ভিত্তিতে স্থানীয় দু’টি স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছে। আগে পুকুরটি যাদের অধীনে ছিল তারা স্বনির্ভর গোষ্ঠীকে পুকুরে নামতে দিচ্ছে না শুনেছি। বাকিটা পুলিস প্রশাসন দেখবে। হরিরামপুর থানার আইসি বিশ্বজিৎ ঘোষ বলেন, মহকুমা শাসকের অনুমতি চাওয়া হয়েছে। ১৪৪ ধারা জারি করা হবে যেহেতু পুকুর নিয়ে গ্রামের দু’পক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি বিচার করে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত কোনও পক্ষ পুকুরে নামতে পারবে না।  

26th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ