বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

শিলিগুড়িতে টেনেন্ট
ভেরিফিকেশনে উদ্যোগী পুলিস

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার শিলিগুড়ি শহরে ‘টেনেন্ট ভেরিফিকেশন’এ নামছে পুলিস। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ার এই বার্তা দেন শিলিগুড়ির পুলিস কমিশনার গৌরব শর্মা। তিনি বলেন, এই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে টেনেন্ট ভেরিফিকেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য টেনেন্ট ভেরিফিকেশন ফরম চালু করা হয়েছে। তা প্রতিটি থানা ও ফাঁড়িতে মিলবে। তাছাড়া শিলিগুড়ি পুলিসের ওয়েবসাইটেও মিলবে এই ফরম। সেখান থেকে ফরম ডাউনলোড করার পর তা পূরণ করে ডাক মারফৎ কমিশনারেটে পাঠাতে পারবেন। এমনকী অনলাইনেও এই ফরম ফিলআপ করতে পারবেন নাগরিকরা। এ জন্য স্পেশাল ব্রাঞ্চে একটি ডেস্ক চালু করা হয়েছে। যার দায়িত্বে একজন নোডাল অফিসার রয়েছেন। সেই ফরমগুলি যাচাই করা হবে। পাশাপাশি ভাড়াটিয়াদের সম্পর্কে যাবতীয় তথ্য পুলিসের কাছেও থাকবে। 

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ