বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

এই হত্যাকাণ্ড সাধারণ কোনও
ঘটনা নয়, মত মনোবিদদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালিয়াচকের গুরুটোলায় পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনা শুধুমাত্র ধৃত আসিফ  নামে যুবকের মনোবিকারের ফলাফল নয়। মনোবিদরা বলছেন, ঘরে ১৮টি সিসিটিভি ক্যামেরা লাগানো পুরোটাই কি মনোবিকারের কারণে? নাকি কেউ একজন ওইসব ক্যামেরা লাগিয়ে ঘরের মানুষজনের দিকে লক্ষ্য রাখছিল। ছেলেটি তারই নির্দেশে এই সমস্ত করেছে। বাড়ির ওই রকম অদ্ভুত কাঠামো কারও একার কথায় কি বানানো সম্ভব? কেউ বাধা দেননি কেন? গৃহস্থবাড়িতে হঠাৎ সুরঙ্গ কেন?বিশিষ্ট মনোবিদ ডাঃ অমিত চক্রবর্তী বলেন, ছেলেটি মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল, তাতে সন্দেহ নেই।  কিন্তু যা যা বিষয় উঠে আসছে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পর, তাতে শুধু ‘সাইকোলজিকাল কিলিং’-এর তত্ত্ব জোরাল হয় না। ওর দাদাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। বাড়িতে এতজন ছিলেন, এইসব অদ্ভুত কাণ্ড-কারখানায় কেউ কোনওদিন বাধা দেননি, কাউকে জানাননি, এটা বিশ্বাস করাটা কঠিন। ডার্ক ওয়েবে কাদের সঙ্গে যোগাযোগ রাখত আসিফ? বিষয়টি ঠিক সহজ বলে মনে হচ্ছে না। হয়তো এর রহস্য অনেকটাই গভীরে। অন্যদিকে রাজ্যের মনোরোগ চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র পিজির ইনস্টিউট অফ সাইকিয়াট্রি’র অধিকর্তা ডাঃ প্রদীপ সাহা বলেন, এখনই অতদূর বলা কঠিন।  তবে  ছেলেটি সমাজবিরোধী মানসিকতার বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগত বলেই মনে হচ্ছে। তবে সে যে নির্বোধ ছিল, তা কিন্তু নয়। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এইসব ক্ষেত্রে  সাধারণত দেখা যায়, সমস্ত বিষয়ই স্বাভাবিক, এমনকী বুদ্ধিমান মানুষের মতোই।  কিন্তু একটি অংশ ডিলিউশন বা  অন্ধ বিশ্বাসে ভোগে। খুনির মনে হয়, বাকিরা বোধহয় পথের কাঁটা। ছেলেটি এই কারণেও ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে ঘটনাটি যে অতীব রহস্যময়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ