বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

বাড়িছাড়া ১৫টি পরিবারকে ঘরে
ফেরালেন মাথাভাঙার বিধায়ক

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকে দীর্ঘদিন ঘরছাড়া ১৫টি পরিবারকে শনিবার বাড়িতে পৌঁছে দেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। অনেকদিন বাদে বাড়িতে এলেও ওই বাসিন্দারা তাঁদের নিরাপত্তার নিয়ে আশঙ্কায় রয়েছেন। বিধায়কের দাবি, তৃণমূল কংগ্রেসের অত্যাচারে ভোট পরবর্তী সময় থেকে ওই পরিবারগুলি বাড়িছাড়া ছিল। তৃণমূল অবশ্য দাবি করেছে, বিজেপি কর্মীদের বাড়িছাড়া হওয়া নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা ঠিক নয়। ভোটের ফল ঘোষণার পর এক তৃণমূল কর্মীকে ওই পরিবারগুলির সদস্যদের বিরুদ্ধে মারধর ও কুড়ুল দিয়ে কোপানোর অভিযোগ ছিল। এ নিয়ে থানায় অভিযোগও করা আছে। পুলিসের ভয়েই ওরা এতদিন পালিয়ে ছিল। 
মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী ব্যাপক সন্ত্রাস চালিয়েছিল। শতাধিক বাড়ি দুষ্কৃতীরা ভাঙচুর করেছিল, লুটপাট চালিয়েছিল। ওই সময়ে প্রাণ বাঁচাতে মানসাই নদী পেরিয়ে মাথাভাঙা-২ ব্লকের পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের একটি প্রাথমিক স্কুলে আমাদের দলের ওই কর্মীরা আশ্রয় নিয়েছিলেন। সম্প্রতি কয়েকজন এলাকায় ফিরলেও তাঁদের উপর ফের তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার চালায় বলে অভিযোগ। বাধ্য হয়ে তাঁরা পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের মানসাই নদীর বাঁধ এলাকায় তাঁবু খাটিয়ে থাকছিলেন। বর্ষায় অসুবিধায় পরায় এদিন ওঁদের বাড়িতে পৌঁছে দিয়েছি। আমরা পুলিসকে বলেছি, ওই পরিবারগুলির উপর যাতে হামলা না হয় সেটা দেখতে হবে। পুনরায় তাঁরা আক্রান্ত হলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। 
মাথাভাঙার তৃণমূল নেতা গিরিন্দ্রনাথ বর্মন বলেন, পূর্বখাটের বাড়িতে আমাদের এক কর্মীকে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী কুপিয়ে খুন করেছিল। এ নিয়ে পুলিসে অভিযোগ জানানো হয়েছিল। পুলিসের ভয়েই ওই পরিবারগুলি অনেকদিন ধরেই বাড়িছাড়া ছিল। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। বিজেপি নিজেদের পিঠ বাঁচাতে আমাদের নামে বদনাম করছে।  

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ