বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ
 

ভেটাগুড়িতে তৃণমূল অফিসে ভাঙচুর, অঞ্চল সভাপতির বাড়িতেও হামলা
অভিযুক্ত বিজেপি

সংবাদদাতা, দিনহাটা: শনিবার রাতে দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দুষ্কৃতীরা ভেঙে দেয়। শুধু তাই নয়, তৃণমূলের ভেটাগুড়ির অঞ্চল সভাপতি অনন্তকুমার বর্মনের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালায়। ভোটের মুখে এ ঘটনায় ভেটাগুড়ি সহ দিনহাটা মহকুমায় উত্তেজনা ছড়ায়। ঘটনার সঙ্গে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত, দাবি তৃণমূলের। যদিও বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়ে ওই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে পাল্টা দাবি করে। 
রবিবার সকালে ওই ঘটনার প্রতিবাদে তৃণমূলের স্থানীয় নেতা জয়দীপ ঘোষ ও বিশ্বনাথ দে আমিনের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা সরব হন। তাঁরা পার্টি অফিস ভাঙচুর, অঞ্চল সভাপতির বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়ে দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন। 
তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে ভেটাগুড়ি স্টেশনের পাশে থাকা তাদের অঞ্চল পার্টি অফিসে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দরজা-জানালা ভেঙে দেয়। সেখানে থাকা চেয়ার, টেবিল ভেঙে ফেলা হয়। পার্টি অফিসের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফ্লেক্সও ছিঁড়ে ফেলে। তারপরে সেখান থেকে দলের অঞ্চল সভাপতির বাড়িতে গিয়ে হামলা করে। ঘাটপাড়ে থাকা তৃণমূলের সব দলীয় পতাকা খুলে নদীতে ফেলে দেয়।  দিনহাটা থানার পুলিস রাতে ভেটাগুড়ির বিভিন্ন রাস্তায় টহল দিলেও দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদে সরব হন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, একাংশ পুলিস কর্মীর মদতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসব করেছে। তৃণমূল নেতা জয়দীপ ঘোষ বলেন, বিজেপির গুন্ডাবাহিনি রাতের অন্ধকারে আমাদের পার্টি অফিসে ভাঙচুর করে। দলীয় ঝাণ্ডা, মুখ্যমন্ত্রী ও মনীষীদের ছবি নষ্ট করে দেয়। ভেটাগুড়ি-১ অঞ্চল সভাপতির বাড়িতেও ওরা হামলা করে। পুলিসের মদতে বিজেপি এসব করছে। আমরা ভেটাগুড়ির মানুষকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তৃণমূলের দিনহাটা-১ (বি) ব্লক সভাপতি বিশ্বনাথ দে আমিন বলেন, বিজেপির এই ঘৃণ্য হামলা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। খুব শীঘ্রই এর বিরুদ্ধে জেরালো প্রতিবাদ আন্দোলন করা হবে। আমরা দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এবং পুলিসি নিষ্ক্রিয়তার প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভ করেছি। ঘটনার নিন্দা করেছেন অঞ্চল সভাপতিও। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা তথা ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন বলেন, ভেটাগুড়িতে তৃণমূলের কোনও সাংগঠনিক শক্তি নেই। তাই ওরা নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে মানুষের সহানুভূতি আদায় করতে চাইছে। এলাকার মানুষ সব জানে। তাই কুৎসা রটিয়ে কোনও লাভ হবে না। 
দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। 

8th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ